তৃণমূলের কার্যালয়ে হামলা, ভাঙচুর

তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। সোমবার রাতে আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এলইডি লাইট লাগানো একটি বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০২:০০
Share:

তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। সোমবার রাতে আলিপুরদুয়ারে দলীয় কার্যালয়ের বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এলইডি লাইট লাগানো একটি বোর্ড ভেঙে দেওয়া হয়েছে বলে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রার্থী সৌরভ চক্রবর্তী জানান, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ জনা কয়েক দুষ্কৃতী এই ঘটনা ঘটায়। টহলদারি পুলিশের গাড়ি তাদের পিছু নিলে ওরা পালিয়ে যায়। এর পেছনে বিরোধীদের হাত রয়েছে। সৌরভবাবু বলেন, ‘‘বিরোধীরা অভিযোগ করলে তা গুরুত্ব দিয়ে দেখে নির্বাচন কমিশন। তৃণমূলের অভিযোগের ভিক্তিতে কাউকে গ্রেফতার করা হয়নি।’’ তৃণমূল কংগ্রেসের নেতাদের একাংশের দাবি ঘটনার পেছনে জোটের হাত রয়েছে। সিপিএমের জেলা সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “গণনার দিন অশান্তি ছড়ানোর পরিকল্পনা করেই এই অভিযোগ তোলা হচ্ছে।’’ পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ বলেন, “ঘটনার পেছনে কারা আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement