ভিডিয়োয় নেই মোদী

শেষপর্যন্ত  ভিডিয়ো কনফারেন্সটাই বাতিল হয়ে যায়। সারাদিনের অপেক্ষার পর শেষে জেলার যুবকর্মীরা হতাশা চেপে রাখতে পারেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ০৩:৩৬
Share:

তোড়জোড়: সভার প্রস্তুতি নিত্যানন্দপুরের ধান জমিতে। —নিজস্ব চিত্র।

কথা ছিল, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাপ করবেন তাঁদের সঙ্গে। কাজেই বালুরঘাটে বিজেপির যুবকর্মীদের মধ্যে বৃহস্পতিবার উত্তেজনা ছিল প্রবল। কিন্তু শেষপর্যন্ত ভিডিয়ো কনফারেন্সটাই বাতিল হয়ে যায়। সারাদিনের অপেক্ষার পর শেষে জেলার যুবকর্মীরা হতাশা চেপে রাখতে পারেননি।

Advertisement

কেন কনফারেন্স বাতিল হল? স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, ইন্টারনেট সংযোগে বারবার ব্যাঘাত ঘটায় কনফারেন্স করা যায়নি। তবে যুবমোর্চার সর্বভারতীয় সভাপতি পুনম মহাজনের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হয়েছে এ দিন। যুবমোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত বলেন, "কর্মীরা কেউ হতাশ হয়নি। আমরা সবাই আমাদের নেত্রী পুনম মহাজনের সঙ্গে কথা বলেছি। তাঁর কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছি।’’

মোদীর সঙ্গে নতুন করে পরে একদিন কনফারেন্স করার পরিকল্পনা নিয়েছে যুবমোর্চা, এমনটাই খবর। বুধবার রাত থেকেই বালুরঘাটের রেণুকা লজে প্রজেক্টর বসিয়ে হাইস্পিড ইন্টারনেট সংযোগ করে সমস্ত ব্যবস্থা নিয়েই সকাল থেকে প্রায় ২০০ যুবমোর্চার কর্মী অপেক্ষায় ছিলেন মোদীর ভাষণের জন্য। কিন্তু ১১টা নাগাদ পুনমের সঙ্গে কথা বলা গেলেও মোদীর সঙ্গে কথা বলতে না পেরে দীর্ঘক্ষণ বসে থেকে অবশেষে বাড়ির পথে পা বাড়ান কর্মীরা। মোদীর সঙ্গে কথা বলতে না পারায় ফেরার সময় কর্মীদের মুখে হতাশার ছবি পরিষ্কার ফুটে ওঠে।

Advertisement

মোদীর এই পরিকল্পনা প্রথম দিনেই কার্যত ভেস্তে যাওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আদৌ কি ইন্টারনেটের সমস্যা, নাকি জেলায় দলের সাংগঠনিক অবস্থা দেখে মোদীই স্বয়ং এই কনফারেন্স বাতিল করেছেন? সেই প্রশ্নই ঘুরছে মুখে মুখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন