West Bengal Lockdown

মাস্ক পরেই বিয়ে সারলেন ওঁরা    

মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩৯ বোকনাবান্ধা তাপস রায়ের সঙ্গে সামাজিক মতে বিয়ে ঠিক হয়েছিল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার ছবিতা রায়ের।

Advertisement

সজল দে

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২০ ০৩:৪৫
Share:

বিধি: বিয়ের আসরে মাস্ক পরে পাত্র-পাত্রী। রানিরহাটে। নিজস্ব চিত্র

লকডাউনের নিয়ম ভেঙে বাজারে যেমন ভিড় করছেন এক শ্রেণির মানুষ, তেমনি মাস্ক ব্যবহারেও অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যে। এই পরিস্থিতিতেই বিয়ের আসরে দৃষ্টান্ত স্থাপন করলেন এক যুগল।

Advertisement

মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ১৩৯ বোকনাবান্ধা তাপস রায়ের সঙ্গে সামাজিক মতে বিয়ে ঠিক হয়েছিল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকার ছবিতা রায়ের। দুই পরিবারের ইচ্ছে ছিল ধুমধাম করে বিয়ে দেওয়ার। কিন্তু বিশ্ব জুড়ে করোনা থাবা বসাতেই সমস্ত পরিকল্পনা বদলে যায়। একটা সময় বিয়ে পিছনোর কথা ভাবছিলেন দুই পরিবার। কারণ, সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ে দেওয়া সম্ভব নয়। কিন্তু শেষমেশ দুই পরিবারের সম্মতিতে বিয়ে না পিছিয়ে ১৭ এপ্রিল শুক্রবার রাতেই তাপস ও ছবিতার বিয়ে সম্পন্ন হয়। তবে মেয়ের বাড়ির বদলে বিয়ে হয় ছেলের বাড়ি রানিরহাটের বোকনাবান্ধায়। বিয়ের খবর পেয়েই ওই বাড়িতে যান রানিরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল ও ভিলেজ রিসোর্সের লোকজন। এই পরিস্থিতিতে জমায়েত করা যাবে না বলে দুই পক্ষকে জানিয়ে দেন তাঁরা। যদিও ছেলের বাবা ভূপেন্দ্র রায় জানান,তাঁরা সমস্ত নিয়ম মেনেই বিয়ে দেবেন। শেষমেশ দুই পক্ষের কয়েকজনের উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই বিয়ে সম্পন্ন হয়। প্রীতিভোজের ব্যবস্থা ছিল না। পাত্র-পাত্রী থেকে শুরু করে পুরোহিত ও বাড়ির সকলেই মাস্ক পড়েই বিয়ের কাজ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement