TMC

West Bengal Municipality Election: মিহিরকে লক্ষ্য করে পচা ডিম, স্লোগান, দিনহাটায় মনোনয়ন জমা নিয়ে তুলকালাম, অভিযোগ ওড়াল তৃণমূল

বুধবার দিনহাটার ১৬টি ওয়ার্ডের মনোনয়নপত্র জমা দিতে মহকুমা শাসকের দফতরে যান বিজেপি প্রার্থীরা। সেই সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দিনহাটা শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৬
Share:

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।

পুরভোটে বিজেপি-র মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায়। বুধবার বিজেপি-র পক্ষ থেকে মনোনয়ন জমা দিতে গেলে তৃণমূল বাধা দিয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও তা অস্বীকার করেছে জোড়াফুল শিবির। তারা পাল্টা তোপ দেগেছে বিজেপি-র বিরুদ্ধেই।
বুধবার দিনহাটার ১৬টি ওয়ার্ডের মনোনয়নপত্র জমা দিতে মহকুমাশাসকের দফতরে যান বিজেপিপ্রার্থীরা। সেই সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি শিবিরের দাবি, দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূলের ‘গুন্ডাবাহিনী’ বিজেপিপ্রার্থীদের আটকে রেখে নথিপত্র ছিনিয়ে নেয়। বিজেপিপ্রার্থীদের সঙ্গেই ছিলেন নাটাবাড়ির দলীয় বিধায়ক মিহির গোস্বামীও। তাঁকে লক্ষ্য করে তৃণমূল কর্মী-সমর্থকরা পচা ডিম ছোড়েন বলে অভিযোগ। মহকুমাশাসকের দফতরে ঢুকে তৃণমূল কর্মীরা বিজেপিপ্রার্থীদের মারধর করে বলেও অভিযোগ উঠেছে। এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

ক্ষুব্ধ মিহির বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার জায়গায় গুন্ডাদের নিয়ে ঢুকে বিজেপি প্রার্থীদের আক্রমণ করেছে তৃণমূল। উদয়ন গুহের নেতৃত্বে এই হামলা হয়েছে। এই ঘটনার নিন্দার ভাষা নেই। প্রশাসন, কমিশন কী করবে জানি না।’’

তৃণমূল অবশ্য বিজেপি-র তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে। উদয়ন বলেন, ‘‘মনোনয়ন জমা দেওয়ার জায়গায় সশস্ত্র বাহিনী নিয়ে ঢুকছে বিজেপি। পুলিশ কী করে অনুমতি দিচ্ছে? এটা বেআইনি ব্যাপার।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন