Abhishek Banerjee in Malda

‘বাঁচান’! মালদহে কাঁদতে কাঁদতে সটান অভিষেকের সামনে মহিলা, নালিশ খোদ তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে

বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক। জনসভায় তাঁর ভাষণ চলাকালীনই মঞ্চের একেবারে সামনে চলে আসেন এক মহিলা। কাঁদতে কাঁদতে চিৎকার করছিলেন তিনি। স্থানীয় তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ২০:৪৫
Share:

মালদহের জনসভায় মহিলার কান্না শুনে ভাষণ থামিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (ইনসেটে) অভিযোগকারী মহিলা তৌহিদা রহমান। —নিজস্ব চিত্র।

মালদহের জনসভায় কাঁদতে কাঁদতে সটান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে পৌঁছে গেলেন এক মহিলা। মন্ত্রী তাজমুল হোসেনের গড়ে এলাকারই তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে নালিশ করলেন। জমা দিলেন মুখবন্ধ খাম! অভিষেক বক্তৃতা থামিয়ে মঞ্চ থেকেই মহিলার অভিযোগ শুনেছেন এবং বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার মালদহে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন অভিষেক। জনসভায় তাঁর ভাষণ চলাকালীনই মঞ্চের একেবারে সামনে চলে আসেন এক মহিলা। কাঁদতে কাঁদতে চিৎকার করছিলেন তিনি। বলছিলেন, ‘‘আমাকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচান।’’ অভিষেক তাঁর কথা শুনতে পেয়ে ভাষণ থামান। ‘বৌদি’ বলে সম্বোধন করেন ওই মহিলাকে। তার পর সামনে এসে সমস্যার কথা জানতে চান। মহিলা তাঁর অভিযোগ লিখিত ভাবে একটি খামে ভরে নিয়ে এসেছিলেন। অভিষেকের হাতে তিনি সেই খাম তুলে দেন। মৌখিক ভাবে স্থানীয় তৃণমূল নেতার দাদার বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ, তাঁর স্বামীকে বেধড়ক মারধর করেছেন হরিশচন্দ্রপুর ২ ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলামের দাদা আনারুল ইসলাম। আনারুলের নেতৃত্বে গুন্ডাবাহিনী ওই মহিলার স্বামীর হাত-পা ভেঙে দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

অভিযোগকারী মহিলার নাম তৌহিদা রহমান। তিনি হরিশচন্দ্রপুর থানার বালাপাথর এলাকার বাসিন্দা। তাঁর স্বামী হেফজুর রহমান তালগাছি সিনিয়র মাদ্রাসার টিআইসি। অভিযোগ, টিআইসি করার আক্রোশেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। আনারুল এবং তাঁর দলবল মাদ্রাসার একটি ঘরে তাঁকে আটকে রেখে মারধর করেন বলে দাবি করেছেন আক্রান্তের স্ত্রী। বর্তমানে হেফজুর চিকিৎসাধীন। মহিলা জানিয়েছেন, পুলিশে অভিযোগ দায়ের করেও কোনও লাভ হয়নি। তাই অভিষেকের জনসভায় ছুটে এসেছেন তিনি। অভিষেক মঞ্চ থেকেই ওই মহিলাকে আশ্বস্ত করেন। জানান, তিনি বিষয়টি দেখবেন। সভায় উপস্থিত দলের কর্মী-সমর্থকদের মহিলাকে জল দেওয়ার নির্দেশও দেন তিনি।

Advertisement

অভিষেকের মঞ্চে হাজির ছিলেন মন্ত্রী তাজমুল। কিন্তু নিজের এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির দাদার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement