ভরদুপুরে হার ছিনতাই শহরে

ভরদুপুরে মহিলার গলার হার ছিনিয়ে নিয়ে পালাল দুই বাইক আরোহী দুষ্কৃতী। বৃহস্পতিবার শিলিগুড়ির খালপাড়ার ঘটনা। ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ জানিয়ে খালপাড়া পুলিশ ফাঁড়িতে একটি ছিনতাইয়ের অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০১:০৫
Share:

ভরদুপুরে মহিলার গলার হার ছিনিয়ে নিয়ে পালাল দুই বাইক আরোহী দুষ্কৃতী। বৃহস্পতিবার শিলিগুড়ির খালপাড়ার ঘটনা। ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ জানিয়ে খালপাড়া পুলিশ ফাঁড়িতে একটি ছিনতাইয়ের অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, খালপাড়ার যমুনালাল বাজাজ রোডের বাসিন্দা ললিতা শর্মা দর্জির দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়ে অগ্রসেন রোডে বালাজি মন্দিরের দিকে যাচ্ছিলেন। পিছন থেকে একটি বাইক হর্ন বাজালে তিনি রাস্তার একপাশে সরে দাঁড়ান। সেই সময় বাইকের পিছনে বসা এক যুবক তাঁর গলা থেকে হার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তিনি। বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না। তবে মুখ ভাল করে দেখতে পাননি তিনি বলে জানান। বাইকটি কালো রঙের ছিল বলে জানিয়েছেন ওই মহিলা। ওই সময় ওই রাস্তায় লোক বিশেষ না থাকায় তাঁর চীৎকারে কেউ তক্ষুনি সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে এলেও তাতে লাভ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, খালপাড়ায় মাত্র একটি পুলিশ ভ্যান আছে। যা ক্রমবর্ধমান লোক সংখ্যার তুলনায় অত্যন্ত কম।

ওই এলাকায় বেশ কিছুদিন ধরে কাগজ কুড়োনোর কাজ করা কিছু কিশোরী ও যুবতীরা বাড়ির দরজা খোলা পেয়ে ঢুকে বাসনকোসন চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। গত মঙ্গলবার এই অভিযোগ জানিয়ে খালপাড়া ফাঁড়ি ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেও একটি অভিযোগ দায়ের করেছেন নর্থ বেঙ্গল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে সম্পাদক সঞ্জয় টিব্রুয়াল অভিয়োগ করেন, ‘‘পুলিশকে জানিয়েছি, এই এলাকায় বেশ কিছু অবাঞ্ছিত লোক ঢুকছে। মঙ্গলবারও জানানো হয়েছে।’’ শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘শিলিগুড়ি থানাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন