উত্তরবঙ্গের বন্ধ চা বাগানেও অঙ্গনওয়াড়ি কেন্দ্র যাতে সচল থাকে, সেই নির্দেশ দিলেন রাজ্যের শিশু ও কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় দফতরের উত্তরবঙ্গের অফিসার, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের নিয়ে টানা বৈঠক করেন মন্ত্রী। সেখানে শিশুদের পুষ্টি, শিশু পাচার, মহিলার স্বনির্ভর করার লক্ষ্যে নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, কোনও কারণে চা বাগান বন্ধ হলেও সেখানে যাতে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু থাকে, শিশুটা পড়াশুনো ও খাবার পায় তা দেখতে অফিসারদের বলা হয়েছে। গত জানুয়ারি মাস থেকে রাজ্যে অত্যন্ত অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য ‘পৌষ্টিক লাড্ডু’ (ডাল, গম, বাদাম ও চিনি’র লাড্ডু) খাওয়ানোর প্রকল্প চালু হয়েছে। চলতি মাসে যা শেষ হওয়ার কথা ছিল। মন্ত্রী এদিন জানিয়েছেন, প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।