অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ হিন্দি স্কুলে

আগামী বছর মাধ্যমিকের পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে টাকা জমা দিলেন না অভিভাবকেরা। শনিবার হিন্দি হাই স্কুলে (ছেলেদের) ঘটনাটি ঘটেছে। অভিযোগ, স্কুলে মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর সম্প্রতি একটি তালিকা টাঙিয়ে জানানো হয় ১৬৬ জনের মধ্যে ৬১ জনকে ১৮৫ টাকা ফি জমা দিতে হবে। বাকিদের ২৮৫ টাকা করে জমা দিতে হবে। এ দিন টাকা জমা দেওয়ার দিন ছিল। তা ছাড়া ওই ছাত্রছাত্রীদের একাংশের কাছ থেকে নতুন ক্লাসে ওঠার সময়ে ২৩৭৫ টাকা করে চাওয়া হয়েছ বলেও অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৪ ০০:৪৪
Share:

আগামী বছর মাধ্যমিকের পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ তুলে টাকা জমা দিলেন না অভিভাবকেরা। শনিবার হিন্দি হাই স্কুলে (ছেলেদের) ঘটনাটি ঘটেছে। অভিযোগ, স্কুলে মাধ্যমিক টেস্ট পরীক্ষার পর সম্প্রতি একটি তালিকা টাঙিয়ে জানানো হয় ১৬৬ জনের মধ্যে ৬১ জনকে ১৮৫ টাকা ফি জমা দিতে হবে। বাকিদের ২৮৫ টাকা করে জমা দিতে হবে। এ দিন টাকা জমা দেওয়ার দিন ছিল। তা ছাড়া ওই ছাত্রছাত্রীদের একাংশের কাছ থেকে নতুন ক্লাসে ওঠার সময়ে ২৩৭৫ টাকা করে চাওয়া হয়েছ বলেও অভিযোগ।

Advertisement

অভিভাবকদের একাংশ এই ঘটনায় ক্ষুব্ধ। কেউ কেউ ছাত্রদের যাতে সমস্যা না হয়, তার জন্য ফি জমা করলেও অধিকাংশই ওই টাকা দেননি। তাঁরা সরকার নির্ধারিত ২৪০ টাকা ফি দেন। নোটিশে না দিলেও যাঁরা সে সময় টাকা জমা দেননি তাদের কাছ থেকে এখন কৌশলে সেই টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবক মঞ্চের সম্পাদক সন্দীপন ভট্টাচার্য। তিনি বলেন, “এখন ফি না দিলে রোল নম্বর দেবে না বলে স্কুল কর্তৃপক্ষ চাপ দিতে চাইছেন। তা ছাড়া টেস্টের ফলাফল পর্যন্ত প্রকাশ করা হয়নি। স্কুলে প্রধানশিক্ষক বা সেই পদে ভারপ্রাপ্ত কেউ নেই। এ ভাবে চলতে পারে না।”

অভিযোগ অস্বীকার করেছেন স্কুল ট্রাস্টের সদস্য সীতারাম ডালমিয়া বলেন, “১৮৫ টাকা বোর্ডের পরীক্ষা ফি এবং ১০০ টাকা স্কুলের পরীক্ষা ফি। যাঁরা স্কুলের পরীক্ষা ফি জমা করেছে তদের কাছ থেকে ১৮৫ টাকা চাওয়া হয়েছে। বাকিদের ২৮৫ টাকা দিতে হবে। এর বাইরে কোনও টাকা চাওয়া হয়নি।”

Advertisement

অভিভাকদের একাংশ এবং মঞ্চের দাবি, যাঁরা আগে ভর্তির সময় স্কুলের দাবি মতো টাকা মিটিয়ে দিয়েছিলেন তাদের কাছ থেকে ১৮৫ টাকা চাওয়া হচ্ছে। নোটিশে না থাকলেও বাকিদের কাছ থেকে আগের সেই টাকা দিতে বলা হচ্ছে। অভিভাবক বিমল ঠাকুরের মতো কয়েকজন জানান, তাঁরা এ দিন টাকা জমা দেননি। ১৮৫ টাকা করে ফি জমা দেওয়ার দাবি করেন তাঁরা।

হাতির হানায় মৃত্যু। হাতির আক্রমণে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় কালচিনি থানার চেকোবিট এলাকার ওই ঘটনায় মৃতের নাম গোপাল কুজুর। শুক্রবার বিকেল বক্সা ব্যাঘ্র প্রকল্পের চেকো ৮ নম্বর কম্পার্টমেন্টে ওই যুবক জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিল। সেখানে হাতির আক্রমণে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে বন দফতর ও পুলিশ মৃতদেহটি জঙ্গল থেকে উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন