অনাহারে মৃত্যু হয়নি: শ্রমমন্ত্রী

বন্ধ চা বাগানে অনাহার বা অপুষ্টিতে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। বন্ধ বাগানগুলি খুলতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন শ্রমমন্ত্রী।

Advertisement
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০২:২১
Share:

বন্ধ চা বাগানে অনাহার বা অপুষ্টিতে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে দাবি করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। বন্ধ বাগানগুলি খুলতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন শ্রমমন্ত্রী। শনিবার দার্জিলিঙে সংস্কারের পর শ্রমিক কল্যাণ পর্ষদের একটি ‘হলিডে হোম’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী। সেখানেই বন্ধ বাগান নিয়ে রাজ্যের অবস্থানের কথা জানিয়েছেন তিনি। বন্ধ চা বাগানে অনাহার-অপুষ্টিতে কোনও শ্রমিক পরিবারের সদস্যের মৃত্যু হয়নি বলে এর আগে একাধিকবার দাবি করেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ দিন শ্রমমন্ত্রী একই দাবি করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement