সদর হাসপাতাল চত্বর থেকে তিন বছরের এক শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গেল দুই দুষ্কৃতী।
অপহৃত শিশুটিকে উদ্ধার করে, গণপিটুনি দিয়ে ওই দুই অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাদের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে ধুবুরি হাসপাতালের সামনে এই ঘটনায় ধৃতদের নাম সায়ন্ত কুমার ওরফে ছটু ও মনোজ ঘোষ। এ দিন বিকেলে ধুবুরির ফলিমারি গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন, তাঁর স্ত্রী এবং তাঁদের তিন বছরের শিশুকন্যা আফরিন নেহারকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। ওই হাসপাতালেই ভর্তি ছিলেন আমজাদের শ্বশুর। এ দিন সকালে শিশুকন্যা সহ ওই দম্পতি তাঁকেই দেখতে গিয়েছিলেন হাসপাতালে। বিকেলে আমজাদের শ্বশুরকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল চত্বর থেকে একটি ছোট গাড়িতে ওঠানোর সময় ব্যস্ত ছিলেন আফরিনের বাবা-মা। তখনই শিশু আফরিনকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ফুঁসলিয়ে অপহরণের চেষ্টা করে ওই দুই অভিযুক্ত। কিন্তু আফরিন চেঁচিয়ে ওঠায় স্থানীয় বাসিন্দারা শিশুটি-সহ ওই দুই দুষ্কৃতীকে ধরে ফেলেন। পুলিশ জানায়, আরও কেউ জড়িত কি না ধৃত দু’জনকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।