আজ গণনা, কেন্দ্রে ফিরে অপেক্ষায় সব পক্ষ

ভোট শেষে কেউ ‘বাড়ি’ ফিরেছিলেন। কেউ বা দলীয় সতীর্থদের হয়ে ভোট চাইতে রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে ফেলেছেন। উত্তরবঙ্গে প্রথম দু’পর্বে ভোট হয়েছিল। মধ্যে সপ্তাহ তিনেকের বিরতি। আজ শুক্রবার গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে ফের কেন্দ্রে ফিরেছেন উত্তরবঙ্গের ডান-বাম বিভিন্ন দলের প্রার্থীরা। গত বুধবার দার্জিলিঙে ফিরেছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ায় নিজের কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রেও দলের প্রার্থীদের হয়ে প্রচার চালাতে হয়েছে তাঁকে। প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ভাইচুং ভুটিয়াকেও দক্ষিণবঙ্গের নানা কেন্দ্রে রোড-শো করতে হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০১৪ ০১:৩৭
Share:

ভোট গণনার প্রস্তুতি। দার্জিলিঙে সিআরপি টহল। ছবি: রবিন রাই।

ভোট শেষে কেউ ‘বাড়ি’ ফিরেছিলেন। কেউ বা দলীয় সতীর্থদের হয়ে ভোট চাইতে রাজ্যের বিভিন্ন প্রান্ত চষে ফেলেছেন। উত্তরবঙ্গে প্রথম দু’পর্বে ভোট হয়েছিল। মধ্যে সপ্তাহ তিনেকের বিরতি। আজ শুক্রবার গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে ফের কেন্দ্রে ফিরেছেন উত্তরবঙ্গের ডান-বাম বিভিন্ন দলের প্রার্থীরা।

Advertisement

গত বুধবার দার্জিলিঙে ফিরেছেন বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হওয়ায় নিজের কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রেও দলের প্রার্থীদের হয়ে প্রচার চালাতে হয়েছে তাঁকে। প্রতিদ্বন্দ্বী তৃণমূলের ভাইচুং ভুটিয়াকেও দক্ষিণবঙ্গের নানা কেন্দ্রে রোড-শো করতে হয়েছে। তিনিও গত বুধবার শিলিগুড়ি ফিরেছেন। সেদিন রাতেই শিলিগুড়িতে তৃণমূলের জেলা পার্টি অফিসে গিয়ে জয়ের সম্ভাবনা নিয়ে চর্চা করেছেন নেতা-কর্মীদের সঙ্গে। গণনার সময়ে দু’জনেই দার্জিলিঙের গোর্খা রঙ্গমঞ্চ ভবনের কেন্দ্রে উপস্থিত হাজির বলে জানা গিয়েছে। শিলিগুড়ি কলেজে লোকসভা কেন্দ্রের অর্ন্তগত সমতল এলাকার ভোট গোনা হবে।

বালুরঘাটে ফিরেছেন তৃণমূলের ‘সেলিব্রিটি’ প্রার্থী অর্পিতা ঘোষও। ভোটের পরেই তিনি কলকাতায় ফিরে যান। বুধবার তিনি ফের গঙ্গারামপুরের ভাড়া বাড়িতে ফিরেছেন। গত দু’দিনে কয়েক দফায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে আলোচনা সেরেছেন তিনি। ভোটের পরে বালুরঘাটের কংগ্রেস প্রার্থী ওমপ্রকাশ মিশ্রও কলকাতায় গিয়েছিলেন। তিনিও এ দিন জেলায় ফিরেছেন।

Advertisement


শিলিগুড়িতে আনা হচ্ছে মাইক। বৃহস্পতিবার। ছবি: বিশ্বরূপ বসাক।

উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের বাড়ি রয়েছে হরিশ্চন্দ্রপুরে। এ দিন সকালে বাড়ি ফিরে তিনি এলাকার বিদ্যানন্দপুরে গ্রামের ক্ষয়-ক্ষতি দেখতে গিয়েছিলেন। গণনার জন্য কেন্দ্রে ফিরেছেন রায়গঞ্জে বিজেপি প্রার্থী অভিনেতা নিমু ভৌমিক, সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।

গণনাকেন্দ্রে এজেন্টদের পৌঁছতে পারা নিয়ে চিন্তায় রয়েছে আরএসপি। আলিপুরদুয়ারে দলের প্রার্থী মনোহর তিরকের এজেন্ট তথা প্রাক্তন বিধায়ক নির্মল দাস এজেন্ট এবং কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে চিঠি দিয়েছেন। গণনা কেন্দ্রে থাকা দলের এজেন্টদের বৃহস্পতিবার রাতের মধ্যে আলিপুরদুয়ারে নিয়ে আসা হয় বলে তিনি জানিয়েছেন। নির্মলবাবুর কথায়, “শাসক দলের কর্মীরা আমাদের এজেন্টদের গণনা কেন্দ্রে পৌঁছতে বাধা দিতে পারে। সে কারণেই এই সিদ্ধান্ত।” তৃণমূলের পর্যবেক্ষক সৌরভ চক্রবর্তীর পাল্টা কটাক্ষ, “ভোটের সময়ে কোনও হিংসার ঘটনা ঘটেনি। এখন গণনার সময় হিংসার আশঙ্কা করছেন। ওরা নিশ্চই ফলের ইঙ্গিত পেয়েছেন।”

অশান্তি এড়াতে অবশ্য উত্তরবঙ্গের সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসনগুলি জানিয়েছে। প্রতি কেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকছে। পাশাপাশি রাজ্য পুলিশেরও পর্যাপ্ত বাহিনীও গণনা কেন্দ্রে থাকবে। কোচবিহারের পলিটেকনিক কলেজে ভোট গোনা হবে। সেই জন্য লাগোয়া এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে শহর এবং গ্রামের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও সজাগ টহলদারি থাকছে বলে পুলিশের তরফে এ দিন জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন