উদ্ধোধনে তরজা

কলেজের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। শুক্রবার আলিপুরদুয়ারের সোনাপুর এলাকায় পীযূষকান্তি মুখোপাধ্যায় মহাবিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখার সময় আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “ আমার ডাকে সবাই এসেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে ডাকলেও তিনিও আসতেন। মহকুমা পরিষদের নির্বাচনে ব্যস্ত থাকায় তাঁকে বিব্রত করিনি।”

Advertisement
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৫ ০২:৩৮
Share:

কলেজের উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। শুক্রবার আলিপুরদুয়ারের সোনাপুর এলাকায় পীযূষকান্তি মুখোপাধ্যায় মহাবিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখার সময় আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক দেবপ্রসাদ রায় বলেন, “ আমার ডাকে সবাই এসেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে ডাকলেও তিনিও আসতেন। মহকুমা পরিষদের নির্বাচনে ব্যস্ত থাকায় তাঁকে বিব্রত করিনি।” তাঁর এই মন্তব্যকে ঘিরেই আপত্তি তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রবীন নেতা জহর মজুমদার। তিনি বলেন,‘‘ কিভাবে একটি কলেজের অনুষ্ঠানকে নিজের বলে দাবি করেন কংগ্রেস বিধায়ক। আমরা কলেজ পরিচালন সমিতির সভাপতির আমন্ত্রণ পত্র পেয়ে সভাতে গিয়েছিলাম। আমরা দেবপ্রসাদ বাবুর ডাকে যাইনি। উনি কলেজের অনুষ্ঠানকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করেছেন।”এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ফালাকাটার বিধায়ক অনিল অধিকারী, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement