শ্রীকৃষ্ণপুর

ক্যানালের জল গ্রামে, অবরোধ

হঠাৎ করে তিস্তা ক্যানেলের জল গ্রামে ঢুকে পড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার সকালে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার থেকে তিস্তা ক্যানেলে জল বাড়তে থাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইসলামপুর শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ০২:২০
Share:

হঠাৎ করে তিস্তা ক্যানেলের জল গ্রামে ঢুকে পড়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শনিবার সকালে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার থেকে তিস্তা ক্যানেলে জল বাড়তে থাকে।

Advertisement

রাতে জল অনেকটাই বেড়ে যায়। অনেকের ঘরে জল ঢুকে গিয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সকালে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রায় এক ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এর ফলে আটকে পড়ে বহু দূরপাল্লার বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধ তুলে দেয়।

ইসলামপুরের বিডিও মোনালিসা মাইতি বলেন, ‘‘এলাকাতে তিস্তার জল ঢুকে পড়েছিল। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা হয়েছে। এখন জল কমতে শুরু করেছে বলে জানতে পেরেছি। সরকারি ভাবে যতটা সম্ভব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকার তিস্তার ক্যানেলের একটি অংশ ভাঙা রয়েছে। রামগঞ্জ সংলগ্ন এলাকায় তিস্তার গেট বন্ধ না থাকায় ওই ভাঙা অংশ দিয়ে গ্রামে জল ঢুকে পড়েছে।

তাই এক রাতের মধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে তিস্তার অনন্তনগর, ইলুয়াবাড়ি, শ্রীকৃষ্ণপুরের আমবাগান সহ বিস্তীর্ণ এলাকা। এমনকি সেখানে কেবল বাড়ি ঘরই নয় জলে ডুবে ক্ষতি হয়েছে ধান, আলু, পান ও চা বাগানেরও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন