খেলার টুকরো খবর

ত্রিদেশীয় ক্যারাটে প্রতিযোগিতার আসর বসছে কোচবিহারে। ১৯-২১ ডিসেম্বর কোচবিহার শহরের নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হবে। ওয়েস্ট বেঙ্গল মার্শাল আর্ট অফ স্পোর্টস অ্যাসোসিয়েশন ও জোমাসার ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৪ ০১:১০
Share:

কোচবিহারে ত্রিদেশীয় ক্যারাটে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

ত্রিদেশীয় ক্যারাটে প্রতিযোগিতার আসর বসছে কোচবিহারে। ১৯-২১ ডিসেম্বর কোচবিহার শহরের নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে ওই প্রতিযোগিতা হবে। ওয়েস্ট বেঙ্গল মার্শাল আর্ট অফ স্পোর্টস অ্যাসোসিয়েশন ও জোমাসার ফেডারেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন দিনের ওই প্রতিযোগিতায় এদেশের পাশাপাশি নেপাল, ভূটান থেকে প্রতিযোগীরা অংশ নেবেন। আয়োজক কমিটির সভাপতি পার্থ মল্লিক বলেন, “তিন দেশের একহাজার প্রতিযোগী অংশ নেবেন।”

Advertisement

দিনহাটায় চ্যাম্পিয়ন প্লেয়ার্স ফোরাম

নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

মহকুমা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ান হল দিনহাটা প্লেয়ার্স ফোরাম। সোমবার ফাইনালে তারা কলেজপাড়া সর্বহারা ক্লাব দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। দিনহাটা সংহতি ময়দানে এদিন ওই খেলা হয়। প্রথমার্ধে খেলার একমাত্র গোলটি করেন বিপ্লব হিসাবিয়া। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পান প্লেয়ার্স ফোরামের রাজীব আহমেদ। ‘বেস্ট প্লেয়ার অব দ্য লিগ’ পুরস্কার পান প্লেয়ার্স ফোারামেরই কৌশিক বর্মা। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ওই লিগ গত জুলাই মাসে শুরু হয়েছিল। মোট ১২টি দল অংশ নেয়। মহকুমা ক্রীড়া সংস্থার সচিব বিভুরঞ্জন সাহা জানান, এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দিনহাটার মহকুমা শাসক কাজলকান্তি সাহা, সংস্থার সহ-সভাপতি ভবানীশঙ্কর অগ্রবাল উপস্থিত ছিলেন।।

সেরা ভিএনসি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

জেতার পরে।—নিজস্ব চিত্র।

অসমের কোকরাঝাড় জারাগুড়ি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতায় সেরা হল শিলিগুড়ির ভিএনসি ক্লাব। সোমবার ফাইনালে তারা উদ্যোক্তা ক্লাবকেই টাই ব্রেকারে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে অমীমাংসিত ছিল। প্রথমার্ধে ভিএনসি’র হয়ে দু’টি গোল করেছিলেন চার্লস। প্রথমার্ধের শেষের দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল দুটি শোধ করেন জারাগুড়ির ফুটবলার মাইকেল।

খোখোতে শিলিগুড়ি

নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

আগামী ১০-১১ ডিসেম্বর ব্যান্ডেলে রাজ্য খো খো প্রতিযোগিতায় অংশ নেবে শিলিগুড়ি দল। গত বার পুরুষ বিভাগে শিলিগুড়ি চ্যাম্পিয়ন হয়। মহিলা বিভাগে শিলিগুড়ি চতুর্থস্থানে ছিল। রাজ্য প্রতিযোগিতার পর খেলা রয়েছে জাতীয়স্তরে। ১৭-২১ ডিসেম্বর বেঙ্গালুরুতে জাতীয় স্তরের খেলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন