চুরি রুখতে দাবি

চুরি, অসামাজিক কার্যকলাপ ও দালালচক্র রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো-সহ চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাযগঞ্জ হাসপাতাল পরিষেবা সহায়তা কেন্দ্রের সদস্যরা। মঙ্গলবার কেন্দ্রের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আট দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:০২
Share:

চুরি, অসামাজিক কার্যকলাপ ও দালালচক্র রুখতে সিসিটিভি ক্যামেরা লাগানো-সহ চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলনে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাযগঞ্জ হাসপাতাল পরিষেবা সহায়তা কেন্দ্রের সদস্যরা। মঙ্গলবার কেন্দ্রের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে আট দফা দাবিতে একটি স্মারকলিপি জমা দেন। অবিলম্বে দাবি পূরণ না হলে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করার হুমকি দিয়েছেন সংগঠনের সদস্যরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার মজুমদার বলেন, ‘‘আন্দোলনকারীদের অভিযোগ ও দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন