আতঙ্কে এলাকার ব্যবসায়ীরা

ছিনতাইয়ের ২৪ ঘণ্টা পরেই এ বার চুরি

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির খালপাড়ায়। বুধবার যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০২:১১
Share:

ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির খালপাড়ায়। বুধবার যেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে। বৃহস্পতিবার শিলিগুড়ির খালপাড়ার নয়াবাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। এ দিন স্থানীয় সরষার তেলের ব্যবসায়ী বিনীত কারনানির দোকানের ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। দোকানের ক্যাশবাক্স ছেড়ে কয়েক মুহূর্তের জন্য পাশের ঘরে যাওয়ার সময়ই ওই ঘটনা ঘটেছে বলে খালপাড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনারকেও এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। এলাকায় পুলিশি পাহারা বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ কমিশনার জগমোহন বলেন, “দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। এলাকায় পাহারার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া রাতে টহলদারিও বাড়ানো হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ একাই ছিলেন বিনীতবাবু। তিনি মাল গুছিয়ে রাখার তদারক করতে কয়েক মিনিটের জন্য ভিতরে যান। ফিরে গিয়ে দেখেন, ক্যাশবাক্স খোলা। তা থেকে চারটি নোটের বাণ্ডিল নেই। সবকটি বাণ্ডিল মিলিয়ে প্রায় এক লক্ষ দশ হাজার টাকা ছিল বলে বিনীতবাবুর দাবি। তিনি বলেন, “দুপুরে বাকিরা খেতে যাওয়ায় আমি একাই ছিলাম। সবসময় প্রয়োজন হয় বলে ক্যাশবাক্সে তালাও লাগানো হয় না। এদিনও তাই ছিল। ওই সময় অল্পক্ষণের জন্য ভিতরে যাই। তার মধ্যে এই ঘটনা।” তবে কাউকে ঢুকতে বা বের হতে দেখেননি তিনি বলে জানিয়েছেন। আশপাশের কেউই দুষ্কৃৃতীদের দেখেননি বলে জানান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়াবাজার এলাকায় ছ’টি জায়গায় পুলিশি পাহারার বন্দোবস্ত হয়েছে। বিকেল তিনটে থেকে রাত ৯ টা পর্যন্ত বিশেষ নজরদজারির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রাতে টহলদারি ভ্যানের ব্যবস্থা করা হচ্ছে। যদিও এতে আশ্বস্ত নন ব্যবসায়ীরা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সিপিএম কাউন্সিলর কমল অগ্রবালও। তিনি বলেন, “এমন হতে থাকলে পুলিশের প্রতি আস্থা চলে যাবে। দ্রুত অপরাধীকে গ্রেফতার করতে হবে।” পরপর ঘটনায় আতঙ্কগ্রস্ত শিলিগুড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশও। সংগঠনের সভাপতি ওমপ্রকাশ অগ্রবাল বলেন, “একই এলাকায় পরপর দু’দিন দু’টি ঘটনায় ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে ভয় পাচ্ছেন। পুলিশের উচিত এমন কিছু করা যাতে ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement