জঙ্গি লিঙ্কম্যান সন্দেহে ধৃত ৬

সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি সংগঠনের ছ’জন লিঙ্কম্যান। মঙ্গলবার রাত ৭টা নাগাদ কোকরাঝাড় জেলার সেরফাংগুরি থানার খৌসিবাজার জঙ্গল লাগোয়া গ্রামের ঘটনা। ধৃত ওই এনডিএফবি জঙ্গির সংগঠনের যোগাযোগকারীদের নাম লকুরাম বসুমতারি, বোলদি বসুমতারি, সুদেম বসুমতারি, রোমই বসুমতারি, চিরঞ্জিৎ বসুমতারি এবং বিজু কুমার ব্রহ্ম।

Advertisement
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৫ ০২:০০
Share:

সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ল আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি সংগঠনের ছ’জন লিঙ্কম্যান। মঙ্গলবার রাত ৭টা নাগাদ কোকরাঝাড় জেলার সেরফাংগুরি থানার খৌসিবাজার জঙ্গল লাগোয়া গ্রামের ঘটনা। ধৃত ওই এনডিএফবি জঙ্গির সংগঠনের যোগাযোগকারীদের নাম লকুরাম বসুমতারি, বোলদি বসুমতারি, সুদেম বসুমতারি, রোমই বসুমতারি, চিরঞ্জিৎ বসুমতারি এবং বিজু কুমার ব্রহ্ম। এদের সকলেরই বাড়ি কোকরাঝাড় জেলার সেরফাংগুরি থানা এলাকায়। নাশকতা ছড়াতে আলোচনা বিরোধী এনডিএফবি জঙ্গি সংগঠনের ৬ জন লিঙ্কম্যান ওই গ্রামে ঘাঁটি গেড়েছে, এ খবর পেয়ে এদিন রাতে সিআরপিএফ ও পুলিশের এর একটি অভিযানকারী দল ওই গ্রামে হানা দিয়ে ধরে ফেলে ওই ছ’জনকে। কোকরাঝাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরজিত সিং পানেস্বর জানান, “ধৃতরা জেলার বেশ কয়েকটি অপহরণরে ঘটনার সঙ্গে জড়িত আছে। ধৃতদেরকে জেরা করা হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন