টুকরো খবর

একটি শিশুকন্যার প্রকৃত মা কে, তা নিয়ে তদন্তে নামল পুলিশ ও মালদহের শিশু কল্যাণ সমিতি। ওই শিশুকন্যার নাম প্রীতি। বুধবার মালদহ থানার মঙ্গলবাড়ি ঘোষপাড়া এলাকা থেকে প্রীতিকে উদ্ধার করা হয়েছে। এলাকার বাসিন্দারা ওই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে অভিযোগে স্থানীয় দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ওই দুই মহিলাকে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে রাত পর্যন্ত শিশু বিক্রি নিয়ে কেউ থানায় কোন অভিযোগ করেননি।

Advertisement
শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ০১:৩২
Share:

মালদহে শিশুকন্যার প্রকৃত মার খোঁজে তদন্ত পুলিশ-প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • মালদহ

Advertisement

একটি শিশুকন্যার প্রকৃত মা কে, তা নিয়ে তদন্তে নামল পুলিশ ও মালদহের শিশু কল্যাণ সমিতি। ওই শিশুকন্যার নাম প্রীতি। বুধবার মালদহ থানার মঙ্গলবাড়ি ঘোষপাড়া এলাকা থেকে প্রীতিকে উদ্ধার করা হয়েছে। এলাকার বাসিন্দারা ওই শিশুটিকে বিক্রি করে দেওয়া হয়েছে অভিযোগে স্থানীয় দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ করেন। পুলিশ ওই দুই মহিলাকে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে রাত পর্যন্ত শিশু বিক্রি নিয়ে কেউ থানায় কোন অভিযোগ করেননি। পুলিশ ওই দুই মহিলাকে পরে ছেড়ে দেয়। এর পরেই শিশুর আসল মা কে, তা নিয়ে গোল বাঁধে। তখনই ওই শিশুটিকে জেলার শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিয়েছে পুলিশ। সমিতির জেলার চেয়ারম্যান হাসান আলি শাহ বলেন,“এখনও অবধি জানা গিয়েছে, শিশুটি জন্মের দু’দিন পর থেকে এ যাবৎ তিন মহিলার হেফাজতে ছিল। কিন্তু শিশুটি যে তাঁদের সন্তান, তার প্রমাণ কেউ দিতে পারেননি। বর্তমানে শিশুটি আমাদের হেফাজতে রয়েছে। তার প্রকৃত মায়ের খোঁজ চলছে।” তিনি জানান, শিশুটিকে নাকি তিন বার বিক্রি করা হয়েছিল বলে শোনা যাচ্ছে। মালদহ জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “বর্তমানে এক দম্পতি তিন বছর ধরে শিশুটিকে লালন পালন করছেন। ওই দম্পতির কাছে ওই শিশুটির জন্মের বৈধ কাগজ নেই। শিশুটিকে পুলিশ শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দিয়েছে।”

Advertisement

তাস খেলা নিয়ে সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা

তাস খেলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল সমর্থকদের সংঘর্ষ হয়েছে দিনহাটার গোসানিমারি এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১৪ জন জখম হন বলে দাবি করা হয়েছে। জখম তিন জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। দিনহাটা থানা থেকে পুলিশ ও র‌্যাফের বাহিনী ঘটনাস্থলে গিয়ে টহলদারি শুরু করেছে। কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।” দিনহাটার মহকুমা শাসক কাজল সাহা বলেন, “পুলিশের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” দিনহাটার গোসানিমারির দিনানই এলাকার একটি মাঠে একদল বাসিন্দা তাস খেলছিলেন। ওই খেলা নিয়ে দু’পক্ষের সমর্থকরা বাদানুবাদে জড়ান। দু’পক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিজেপি ও তৃণমূল দুই শিবির ঘটনার জন্য পরস্পরের নামে অভিযোগ তুলেছে। বিজেপি-র জেলা সম্পাদক নিখিল রঞ্জন দে বলেন, “তাস খেলার আসরে থাকা ব্যক্তিরা সবাই তৃণমূল সমর্থক। জুয়ার দৌরাত্ম্য থাকায় জমির মালিক দলের সমর্থক সেখানে তাস খেলা নিয়ে আপত্তি করেন। তখন আমাদের সমর্থকদের ওপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়। তৃণমূলের হামলায় ১ জন মহিলা সহ ১১ জন জখম হয়েছেন। পুলিশ সুপারকে ফোনে সে কথা জানাই।” তৃণমূল অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “জেলা জুড়ে ভিত্তিহীন অভিযোগ তুলে বিজেপি অশান্তির চেষ্টা করছে। রাজনৈতিক ভাবে ওই চেষ্টার মোকাবিলা করব।”

কিশোরীকে গণধর্ষণ
নিজস্ব সংবাদদাতা • ইটাহার

এক আদিবাসী কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। ওই কিশোরীর বাড়ি উত্তর দিনাজপুরের ইটাহারে। বৃহস্পতিবার বিকালে পুলিশ রায়গঞ্জ জেলা হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা হয়েছে। তার পরিবারের দাবি, এ দিন সকালে ইটাহারের শাসনগ্রাম এলাকার একটি মাঠ থেকে ওই কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তরা পলাতক। তাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

সরকারকে বাম-কটাক্ষ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

রাজ্য সরকারের তরফে ২২টি নতুন পুরসভা ঘোষণা নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার দলীয় কার‌্যালয়ে তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, যে নতুন পুরসভা করার কথা জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার মধ্যে ১৬টি বাম জমানাতেই করার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সে ক্ষেত্রে ৬টি নতুন পুরসভা করার সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া বেশ কিছু এলাকা পুরসভা হওয়ার সম্ভাবনা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ অশোকবাবুর। তাঁর কথা বাম জমানায় পুরসভা করার ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনা করে সুষ্ঠু নীতির ভিত্তিতেই তা করা হত। বর্তমান শাসক দল রাজনৈতিক স্বার্থের কথা মাথায় রেখে যেখানে তাদের জেতার সম্ভাবনা রয়েছে সেই এলাকাগুলিকে পুরসভা ঘোষণা করছে। অশোকবাবু বলেন, “কোনও নীতি না করে, কোন কোন এলাকা পুরসভা হলে তারা ভোটে জিতবেন এ কথা মাথায় রেখে এই সমস্ত নতুন পুরসভা করার কথা ঘোষণা করা হয়েছে। আবার যেখানে জেতার সম্ভাবনা কম রয়েছে সেই আসানসোলকে গ্রেটার আসানসোল করার কথা বলে এলাকা পুনর্বিন্যাসের প্রসঙ্গ তুলে সেখানে ভোট পিছনোর চেষ্টা করছে এই সরকার। দমদম, সল্টলেকেও একই ভাবে তারা পুর নির্বাচন পিছনোর চেষ্টা করছে।” অশোকবাবুর দাবি, ডুয়ার্সে জয়গাঁ, শিলিগুড়ির আঠেরোখাইয়ের মতো এলাকায় সব চেয়ে বেশি নগরায়ন হচ্ছে। তা ছাড়া বীরপাড়া, করিমপুর, বেথুয়াডহরি পুরসভা করার প্রয়োজন রয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা তথা প্রাক্তন মেয়র পারিষদ কৃষ্ণ পাল বলেছেন, “ভিত্তিহীন কথা বলছেন অশোকবাবু। এ সব কথার কোনও গুরুত্বই দিতে চাই না আমরা।”

একাধিক দাবি, পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

কুমারগ্রাম বারবিশা বাজারে পরিস্রুত জলের ব্যবস্থা, ডাম্পিং গ্রাউন্ড তৈরি, জলনিকাশির উন্নতি, দমকল কেন্দ্র চালু, বারবিশা থানা তৈরি মতো বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার বারবিশা চৌপথিতে পথ অবরোধে সামিল হল বারবিশা ব্যবসায়ী সমিতি। অবরোধের ফলে দুটি রাজ্য সড়ক, ৩১ সি জাতীয় সড়কে কুমারগ্রাম, জোরাই, আলিপুর দুয়ার, কোচবিহার ও অসম রুটের প্রচুর গাড়ি, ট্রাক ট্রেকার আটকে পড়ে। আড়াই ঘন্টা অবরোধের পর জেলা পরিষদ সভাধিপতি নূরজাহান বেগম, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তমায়া নার্জিনারি, জয়েন্ট বিডিও বাপি ধর ব্যবসায়ীদের দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ ওঠে।

খোলেনি সেই স্কুল
নিজস্ব সংবাদদাতা • মালদহ

এলাকায় উত্তেজনা থাকায় বৃহস্পতি বার কালিয়াচকের আকন্দবেড়িয়া হাই স্কুল খোলেনি। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের খোলার পরামর্শ দেওয়ার পরেও এ দিন স্কুল খোলেনি। স্কুল পরিচালন কমিটির সম্পাদক ক্ষুদিরাম মণ্ডল এই প্রসঙ্গে বলেন, “স্কুল খোলার মতো গ্রামে এখনও সুস্থ পরিবেশ ফিরে আসেনি। স্কুল খুললেই ফের গোলমাল হতে পারে। যত দিন না পর্যন্ত এলাকায় সুস্থ পরিবেশ ফিরবে, তত দিন স্কুল বন্ধ থাকবে।” প্রধান শিক্ষক লক্ষ্মণ চৌধুরী বলেন, “এলাকার পরিস্থিতি ভয়াবহ। শিক্ষকরা ভয়ে স্কুলে যেতে চাইছে না।” জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশিস চৌধুরী বলেন, “এলাকার যা পরিস্থিতি তাতে এখন স্কুল খুললে গোলমাল হতে পারে। জেলাশাসককে রিপোর্ট দিয়েছি।” একাদশ শ্রেণিতে ভর্তির ফি বেশি নেওয়ায় মঙ্গলবার গ্রামবাসীদের সঙ্গে ছাত্রদের একাংশ আকন্দবেরিয়া হাই স্কুলে ভাঙচুর চালায়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শূন্যে গুলি চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার অভিযোগে ধৃত আকন্দবেরিয়া পঞ্চায়েতে সিপিআই প্রধান চন্দন মণ্ডল-সহ পাঁচ জনই বর্তমানে জেল হেফাজতে রয়েছে।

বদলি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সংসদে অবস্থান
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

অস্থায়ী বদলি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতরে অবস্থান আন্দোলন করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। বৃহস্পতিবার বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত শিলিগুড়িতে তারা প্রাথমিক সংসদের দফতরে আন্দোলন করেন। তাদের অভিযোগ, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অস্থায়ী বদলি করা হয়েছে তাদের সেই জায়গাতেই স্থায়ী বদলির ব্যবস্থা করতে হবে। ৪ জুন সংসদের বোর্ড মিটিংয়ে ওই সমস্ত অস্থায়ী বদলি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠন। শীঘ্রই সদস্যরা স্কুল পরিদর্শকের দফতরে ঘেরাও আন্দোলন করবেন বলে জানান। অসুস্থতার জন্য এ দিন চেয়ারম্যান অফিসে আসতে পারেননি বলে দফতর থেকে জানানো হয়। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্পাদক রঞ্জন শীলশর্মা বলেন, “ছাত্র শিক্ষক অনুপাতের বিষয়টি গুরুত্ব না দিয়ে চেয়ারম্যান মহম্মদ বিনতুঘলকের মতো কাজ করছেন। রাজ্য সরকার যেখানে শিক্ষকদের নানা সুযোগ সুবিধা দিতে সচেষ্ট, সেখানে তিনি তাদের সুবিধার কথা ভাবছেন না। তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”

সঙ্কটমোচনে ছয়টি নলকূপ
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

শহরে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে ছয়টি গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। বৃহস্পতিবার পুরসভার মাসিক সভায় ওই সিদ্ধান্ত হয়। পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, “ছয়টি গভীর নলকূপ বসাতে খরচ হবে এক কোটি ৪৫ লক্ষ টাকা। প্রকল্পটি তৈরি করে সরকারের কাছে পাঠানো হবে।” বাসিন্দাদের দীর্ঘ দিনের অভিযোগ, কলে জল টিপটিপ করে পরে। ট্যাঙ্কে জল ওঠে না। নিরুপায় হয়ে বাইরে থেকে জল আনতে হয়। পুরসভার চেয়ারম্যান জানান, জলের গতি বেশি না থাকায় ওই সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা মেটাতে নলকূপগুলি বসানোর সিদ্ধান্ত হয়েছে। এদিনের সভায় শহর জুড়ে জঞ্জাল ও বেহাল নিকাশি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা প্রমোদ মণ্ডল। তাঁর অভিযোগ, “পুর পরিষেবা বলে কিছু নেই। শহর জুড়ে দূষণ ছড়ালেও পুরসভা কোনও কাজ করছে না।” এ দিনের সভায় সিদ্ধান্ত হয়েছে, আজ শুক্রবার থেকে শহরের জঞ্জাল ও নিকাশি নালা সাফাইয়ের কাজ শুরু করা হবে।

দুঃস্থের পাশে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতী দুই দুঃস্থ পড়ুয়ার উচ্চশিক্ষার ব্যায় বহনের দায়িত্ব নিল জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সঙ্ঘ। বৃহস্পতিবার ওই পড়ুয়াদের এক জনকে আনন্দচন্দ্র কলেজে ভর্তি করা ব্যবস্থা করেন। সেবাশ্রমের বিশ্বপ্রেমানন্দ অন্য জনের হাতে স্কুলে ভর্তি ও বই খাতা কেনার জন্য প্রয়োজনীয় অর্থ তুলে দেওয়া হয়। ওই পড়ুয়ারা হলেন ফালাকাটার অনির্বাণ সাহা ও ধুপগুড়ির অলোকা রায়। অনির্বাণ এবার ৮৭ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে। অলোকা ৮০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে। মহারাজ বলেন, “অনির্বাণ আশ্রমে থেকে পড়াশোনা করবেন। অলোকা বাড়িতে থেকে পড়তে হবে। ওই দু’জনের উচ্চশিক্ষার সব খরচ আশ্রম বহন করবে।”

লখনউয়ে শিবির
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

২৩ থেকে ২৭ জুন চিনে তাইতাঙ্গে জুনিয়র প্রিমিয়াম টিটি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কোচ নির্বাচিত হন নর্থ বেঙ্গল টেবিল টেনিস সংস্থার সদস্য সুব্রত রায়। ভারত থেকে ১০ সদস্যের দলটি চিনে যাবে। ১ মে থেকে ১৫ জুন লখনউয়ে জাতীয় শিবিরে যোগ দেওয়া খেলোয়াড়দের মধ্যে থেকে এই দশজনকে বাছা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলা থেকে তিনজন থাকলেও উত্তরবঙ্গ থেকে কেউ শিবিরে না যাওয়ায় সুযোগ পাননি বলে জানিয়েছেন সুব্রত বাবু। সুব্রতবাবু বলেন, “দলকে চ্যাম্পিয়ন করা আপাতত লক্ষ্য। ”

নতুন ভাড়া-তালিকার দাবি

শেষ বার রিকশা ভাড়ার তালিকা তৈরি হয়েছিল বারো বছর আগে। নির্দিষ্ট তালিকা না থাকায় এক শ্রেণির রিকশা চালক ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বলে অভিযোগ। আলিপুরদুয়ার পুরসভার সিপিএম চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “রিকশা ভাড়ার নতুন তালিকা তৈরি করার চিন্তা চলছে। তা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টাঙিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।” আইএনটিইউসি-র জাতীয়তাবাদী রিকশা মজদুর ইউনিয়নের নেতা বুলু বোস বলেন, “২০০১-২০০২ সালে পুরসভার তরফে শেষ বার রিকশা ভাড়ার তালিকা ঠিক করা হয়েছিল। সর্বনিম্ন ৩ টাকা ও সর্বোচ্চ ভাড়া ছিল ১২ টাকা। ৬৯টি রুটে ভাড়া ঠিক করে তালিকা প্রকাশ করেছিলেন পুরসভা কর্তৃপক্ষ। পুরসভাকে জানিয়েছি সমস্যা মেটাতে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হোক।” আলিপুরদুয়ার শহরে পাঁচ হাজার রিকশা চলে। তার মধ্যে ১২০০ পুরসভার নথিভুক্ত। বাকি শহর সংলগ্ন পঞ্চায়েত এলাকা থেকে আসে। আলিপুরদুয়ার চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দে বলেন, “দিনে তবু ভাড়া নিয়ে দরকষাকষি করা যায়। রাতে রিকশা চালকরা সাধারণ ভাড়ার চেয়ে বেশি টাকা চেয়ে বসে। রাতে ট্রেনে-বাসে কেউ শহরে এলে একশ্রেণির চালক ১৫০ টাকা পর্যন্ত ভাড়া চায় বলে অভিযোগ।

সংস্কারের দাবি

মাটিকুণ্ডায় তেলকানি সেতু সংস্কারের দাবিতে সরব হল বামফ্রন্টের দুই শরিক সংগঠন। বৃহস্পতিবার সেতু সংস্কারের দাবি জানিয়ে মহকুমা শাসককে স্মরকলিপি দিল ডিওয়াইএফ। একই দাবিতে গণ স্বাক্ষর জমা করল ফরওয়ার্ড ব্লক। মাটিকুণ্ডা থেকে তেলকানি সেতুর দূরত্ব মাত্র ৫০০ মিটার। সেই সেতুর উপর নির্ভরশীল কয়েক হাজার বাসিন্দা। ডিওয়াইএফ এর ইসলামপুর জোনাল কমিটির সম্পাদক তাপস দাস বলেন, “সেতু বেহাল হয়ে পড়ায় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

হয়রানির অভিযোগ

অ্যাকাউন্ট খুলতে যাওয়া গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শিলিগুড়ির কোর্ট মোড় শাখায় ঘটনাটি ঘটেছে। ইন্টারনেটে আবেদনপত্র পূরণের পরে ব্যাঙ্কে নথি জমা নিতে গড়িমসি হচ্ছে। জমা নেওয়ার কত দিন পরে অ্যাকাউন্ট চালু হবে তা কর্মীরা স্পষ্ট জানাচ্ছেন না। দায়িত্বপ্রাপ্ত কর্মী জানান, পর্যাপ্ত কর্মী নেই। একই কর্মীকে নগদ লেনদেন ও অ্যাকাউন্টস-এর দায়িত্ব সামলাতে হচ্ছে।

শিবির নিয়ে নালিশ

বিধি ভেঙ্গে সরকারি জমি, ঘর ব্যবহার করে দলের ব্যানারে পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে ছাত্র পরিষদ ফর্ম পূরণ করাচ্ছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দল বৃহস্পতিবার কলেজে অন লাইন ভর্তি প্রক্রিয়া পরিদর্শনে গেলে তৃণমূল ছাত্র পরিষদের তরফে ওই অভিযোগ করা হয়। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শুভাশিস সাহা বলেন, “ছাত্র পরিষদের সংসদ বলেই শিবিরে দলের ফ্লেক্স লাগানো হয়েছে। এটা বেআইনি মনে করি না।”

আইন বিষয়ে শিবির

শিশুশ্রম বিরুদ্ধে প্রচার ও শিশু সুরক্ষা আইন সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার শিলিগুড়ির মাটিগাড়ায় মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার সংস্থায় শিবির হয়। ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট কোর্ট) সৌম্যব্রত সরকার, দার্জিলিং জেলা লিগাল এড ফোরামের সম্পাদক অমিত সরকার প্রমুখ।

বাগানে গাঁজা উদ্ধার

চা বাগানের ভিতর থেকে উদ্ধার হল ১৪ প্যাকেট গাঁজা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ডুয়ার্সের মালবাজার থানার ওদলাবাড়ি চা বাগানে। এদিন ওদলাবাড়ি চা বাগানের ৯ নম্বর সেকশন এক ছোট গাড়ি থেকে গাঁজার প্যাকেট বাগানে ফেলা হয় বলে বাসিন্দারা জানান।


বিশ্বকাপ-জ্বর জলপাইগুড়িতে। ছবি: সন্দীপ পাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement