ডেঙ্গির প্রকোপ

বর্ষার শুরুতেই ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার বালুরঘাট হাসপাতাল থেকে ডেঙ্গিতে আক্রান্ত ছ’বছরের একটি শিশুকে শিলিগুড়ির মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বালুরঘাটের জলঘর অঞ্চলের রাধানগর এলাকার বাসিন্দা শুভজিত হেমব্রম নামে ওই শিশু গত ৩ জুলাই জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০১:৪৬
Share:

বর্ষার শুরুতেই ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শনিবার বালুরঘাট হাসপাতাল থেকে ডেঙ্গিতে আক্রান্ত ছ’বছরের একটি শিশুকে শিলিগুড়ির মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বালুরঘাটের জলঘর অঞ্চলের রাধানগর এলাকার বাসিন্দা শুভজিত হেমব্রম নামে ওই শিশু গত ৩ জুলাই জ্বর নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের সুপার তপন বিশ্বাস বলেন, ‘‘পরীক্ষার পর তার ডেঙ্গি ধরা পড়ে।’’ গত বছর বালুরঘাটে এনসেফ্যালাইটিস ও ডেঙ্গি রোগে অনেকের মৃত্যু হয়। তাই এখন থেকে মশা মারার তেল ছড়ানোর দাবি উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement