তাপসের মন্তব্যে রাস্তায় নেমে প্রতিবাদ বামেদের

তাপস পালের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার মিছিল করে শিলিগুড়ি থানায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে অভিযোগ দায়ের করেন তৃণমূলের অভিনেতা-সাংসদের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার ও তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলা হয়। ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, বামেদের অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০২:০৭
Share:

তাপস পালের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার মিছিল করে শিলিগুড়ি থানায় গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে অভিযোগ দায়ের করেন তৃণমূলের অভিনেতা-সাংসদের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার ও তাঁর সাংসদ পদ খারিজের দাবি তোলা হয়। ডেপুটি পুলিশ কমিশনার ও জি পাল বলেন, বামেদের অভিযোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Advertisement

প্রাক্তন পুরমন্ত্রীর তথা দার্জিলিং জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য বলেন, “সাংসদ তাপস পাল যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী তাতে মদত দিচ্ছেন।” তাপস পাল ইস্যুর পাশাপাশি শিলিগুড়িতে তৃণমূলের কর্মিসভায় পত্রিকা বিলি করার অভিযোগে, মাসিক পত্রিকার সম্পাদককে মারধর করার অভিযোগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধেও সরব হন তারা। সম্প্রতি শিলিগুড়ি মহিলা কলেজে এসএফআই-এর এক ছাত্রীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের একদল ছাত্রীর বিরুদ্ধে। তা নিয়েও এ দিন ক্ষোভ প্রকাশ করেন বাম নেতারা।

তাপস পালের কুরুচি মন্তব্যের প্রতিবাদে এ দিন বিকেলে হিলকার্ট রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বার করেন বামেরা। মিছিল হিলকার্ট রোড থেকে সেবক মোড় ঘুরে শিলিগুড়ি থানায় যায়। থানার সামনে পথসভা হয়। সেখানে বক্তব্য রাখেন অশোক ভট্টাচার্য, সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার, ফরওয়ার্ড ব্লকের অনিরুদ্ধ বসু, সিপিআই নেতা অনিমেষ বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মী মাহাত প্রমূখ। শুধু তাপস পাল নন, মনিরুল ইসলাম, অনুব্রত মণ্ডলের মতো তৃণমূল নেতাদের বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন বাম নেতারা। জীবেশবাবু বলেন, “একজন সাংসদ হয়ে বিরোধী দলের মহিলাদের ধর্ষণ, খুন করার কথা বলছেন। আর মুখ্যমন্ত্রী কার্যত তাকে সমর্থন করছেন। এর চেয়ে নিন্দনীয় আর কী হতে পারে।” বামেদের অভিযোগ, তৃণমূল নেতৃত্বের মধ্যে এই প্রবণতা ক্রমেই ছড়িয়ে পড়ছে। সম্প্রতি শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভায় পত্রিকা বিলির অভিযোগে মাসিক পত্রিকা সম্পাদককে কিল, চড়, ঘুষি মারার অভিযোগ ওঠে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ জানানো হলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement