নিরলস লড়াইয়ে ক্রমে জয় আসে ব্যাডমিন্টনে

১৯৮৫ সালে সাফল্যের রেশ দেখার পর থেকেই পালে হাওয়া পায় উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন সংস্থা। তারও ১০ বছর পর রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় পাকাপাকি ভাবে চালু করা হয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাজকর্ম। খেলোয়াড়দের উপযোগী জিম, সিমেন্টের কোর্ট-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হয়।

Advertisement

অভ্রনীল রায়

রায়গঞ্জ শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩১
Share:

রায়গঞ্জে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনে শৈলেন মান্না। ছবি উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংগ্রহ থেকে।

১৯৮৫ সালে সাফল্যের রেশ দেখার পর থেকেই পালে হাওয়া পায় উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন সংস্থা। তারও ১০ বছর পর রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় পাকাপাকি ভাবে চালু করা হয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কাজকর্ম। খেলোয়াড়দের উপযোগী জিম, সিমেন্টের কোর্ট-সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হয়। প্রত্যন্ত ওই এলাকা থেকে এর পর ধীরে ধীরে প্রতিভা উঠে আসতে শুরু করে। জেলার বহু ব্যাডমিন্টন প্রতিভা রাজ্য তথা দেশের ব্যাডমিন্টন মানচিত্রে স্থান করে নেন।

Advertisement

ব্যাডমিন্টন সংস্থা সূত্রেই জানা গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন স্নেহাশিস ঘোষ, সূরজ চক্রবর্তী, শৌর্য দাশগুপ্ত, সুদেষ্ণা সাহা, অয়ন পাল, দেবর্ষি চক্রবর্তী। সূরজ চক্রবর্তী গত বছর হরিয়ানায় অল ইন্ডিয়া সাব জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রুপো জেতেন। গত বছরই সূরজ চক্রবর্তী জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অধিকার করেছেন। তা ছাড়া জেলা থেকে গত বছর জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫-সহ মোট পাঁচটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। তাতে রাজ্য ব্যাডমিন্টনে জেলার মান বেড়েছে। ব্যাডমিন্টন সংস্থার প্রধান কোচ দিলীপ বসু বলেন, “একটা সময় ছিল যখন দক্ষিণবঙ্গের ব্যাডমিন্টন খেলোয়াড়রাই প্রথম স্থানে থাকত। ধীরে হলেোই জায়গাটা আমাদের খেলোয়াড়রা নিতে পেরেছে। এটা তো উত্তরবঙ্গের গর্ব।”

বছর কয়েক আগে উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ-এর উদ্বোধন করতে এসেছিলেন প্রাক্তন ফুটবল তারকা শৈলেন মান্না। এসেছিলেন ব্যাডমিন্টনে আট বারের জাতীয় চ্যাম্পিয়ন মধুমিতা গোস্বামী। তাঁরাও উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশাংসা করে গিয়েছেন।

Advertisement

সংগঠন সূত্রেই জানা গিয়েছে, গোড়ার দিকে খেলোয়াড়দের মধ্যে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে এই প্রত্যন্ত শহর থেকে ব্যাডমিন্টনে রাজ্যের মধ্যে নাম করেছেন তাঁদের মধ্যে হিমাংশু গোস্বামী, সন্দীপ গুহ, কৌশিক দে, শৌভিক বসু, সৌর মণ্ডল, রশ্মি মণ্ডল, অনির্বাণ মুখোপাধ্যায়, কাকলি সরকার, প্রশান্ত সরকারের মতো অনেকেই রয়েছেন। ব্যান্ডমিন্টন তাঁদের জনপ্রিয় করেছে শুধু তাই নয়, তাঁদের জীবন-জীবিকার পথকেও মসৃণ করেছে। ব্যাডমিন্টন খেলার সুবাদেই সরকারি চাকরি পেয়েছেন তাঁদের অনেকে। ওই ব্যক্তিত্বদের অনেকেই এখনও উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সঙ্গে জড়িত।


(চলবে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন