নালিশ, তদন্ত স্বাস্থ্য দফতরে

অতিরিক্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নামে নার্সদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগের তদন্ত শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। সোমবার জেলা স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০১:৩৭
Share:

অতিরিক্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিকের নামে নার্সদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগের তদন্ত শুরু করল জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। সোমবার জেলা স্বাস্থ্য দফতরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করে। অভিযোগ, মে মাসে আলিপুর দুয়ার মহকুমা হাসপাতালের তিন জন নার্সের সঙ্গে আলিপুরদুয়ার মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাস খারাপ আচরণ করেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার বলেন, “মহকুমা হাসপাতালের কয়েকজন নার্স অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দীনেশ বিশ্বাসের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। বিষয়টি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১৩ মে হাসপাতালে একটি অস্ত্রোপচার সংক্রান্ত আলোচনার জন্য তিনজন নার্স ওই স্বাস্থ্য কর্তার চেম্বারে যান। তিনি সেই সময় মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বেও ছিলেন। অভিযোগ, নার্সদের ওই স্বাস্থ্যকর্তা অপমান করে ঘর থেকে বার করে দেন। এ ছাড়াও আগে নার্সদের পোশাক পড়া, আঙুলে নেইলপলিশ লাগানো নিয়ে কুটুক্তি করেন বলে নার্সদের অভিযোগ। পুরো বিষয়টিকে নার্সকে কার্যত যৌন নিগ্রহের সামিল বলে অভিযোগ তোলেন।

অভিযোগ অবশ্য অস্বীকার করেন দীনেশবাবু। তাঁর দাবি, “১৩ মে একটি অস্ত্রোপচারের সময় নার্সরা ছিলেন না। এতে অস্ত্রোপচারে দেরি হয়। নার্সরা কোনও কথাই শুনতে চাইছিলেন না। উল্টে চলে যান। ভিআইপি ডিউটি করার সময় তাঁরা অনেক সময়ই নির্দিষ্ট পোশাক পড়েন না বলে অভিযোগ। এ সব নিয়ে কথা বলায় এখন মিথ্যা অভিযোগ করা হয়েছে।” তিনি বলেন, “চেম্বারে ওই তিন নার্স ছাড়াও দুই জন চিকিৎসক ছিলেন। কিন্তু অভিযোগ জানানোর সময় ৭ নার্স অভিযোগপত্রে সই করেন। বিষয়টি পরিকল্পিত বোঝা যাচ্ছে। মানহানির মামলা করব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement