নিয়ম ভাঙায় সরব শিক্ষক সংগঠনগুলি

প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরেই বিধি ভেঙে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কার্যনির্বাহী সহায়ক ১৫ মাস ছুটি নেওয়ায় সরব হল বিভিন্ন শিক্ষক সংগঠন। কেন এ ভাবে ওই শিক্ষক ছুটি নিচ্ছেন তা জানতে চেয়ে ও এ ব্যপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যায় শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টরকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০৩:১২
Share:

প্রাথমিক স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পরেই বিধি ভেঙে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কার্যনির্বাহী সহায়ক ১৫ মাস ছুটি নেওয়ায় সরব হল বিভিন্ন শিক্ষক সংগঠন। কেন এ ভাবে ওই শিক্ষক ছুটি নিচ্ছেন তা জানতে চেয়ে ও এ ব্যপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীর শাখা সচিবালয় উত্তরকন্যায় শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টরকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি।

Advertisement

অন্য সংগঠনগুলির অধিকাংশের মত, এ ভাবে ছুটি নেওয়া এবং তা মঞ্জুর করা হলে তা অনৈতিক কাজ করা হবে। শিলিগুড়ি প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান মুকুলকান্তি ঘোষ বলেন, “ওই শিক্ষক অমিত দত্তের ছুটির বিষয়টি কী করা হবে তা জানতে শিক্ষা দফতরের কাছে চিঠি পাঠানো হয়েছে।” পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলার সাধারণ সম্পাদক সুজিত দাস বলেন, “আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শীঘ্রই উত্তরকন্যায় শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টরকে স্মারকলিপি দেব।” মন্ত্রীর সহায়ক বলে ওই শিক্ষককে এ ভাবে বাড়তি সুবিধা দেওয়া যায় না।”

দিলসারাম জোত প্রাথমিক স্কুলে গত ২৭ জানুয়ারি, শিক্ষকতার কাজে যোগ দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের সহায়ক অমিতবাবু। চাকরিতে যোগ দিয়ে গৌতমবাবুর সহায়ক পদ ছেড়ে দেওয়ার কথাও জানান। এরপরেই গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩ মাসের ছুটি নিয়ে অমিতবাবু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কার্যকরী সহায়ক হিসেবে যোগ দেন। প্রথম দফায় ১৮ মে পর্যন্ত ছুটি বাড়ানোর আবেদন করেন। সেই থেকেই ছুটিতে রয়েছেন অমিতবাবু। অথচ শিক্ষকের অভাবে স্কুলে ক্লাস নেওয়া যাচ্ছে না।

Advertisement

এর প্রতিবাদ করেন সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (এবিটিএ) এর কর্মকর্তারাও। সারা বাংলা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি বিকাশ সেন বলেন, “এভাবে কেউ ছুটি নিতে পারেন না। ছুটি নেওয়ার কিছু পদ্ধতি রয়েছে। তা না মেনে অনৈতিক কাজ করা হয়েছে।” অমিতবাবু জানিয়েছেন, তিনি নিয়ম মেনেই চলবেন। তাই ছুটি বাড়ানোর আবেদন করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন