পাঁচ দিন বন্ধ থাকার পরে চালু হল বহির্বাণিজ্য

পাঁচ দিন বন্ধ থাকার পর রবিবার হিলি বন্দর দিয়ে ফের বর্হিবাণিজ্য চালু হল। পণ্যের ওজন নিয়ে সমস্যার জেরে দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে বর্হিবাণিজ্য বন্ধ ছিল। শুক্রবার বাংলাদেশের পানামা বন্দরে হিলি এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল গিয়ে আলোচনার পরই জট খোলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৫ ০১:২৩
Share:

পাঁচ দিন বন্ধ থাকার পর রবিবার হিলি বন্দর দিয়ে ফের বর্হিবাণিজ্য চালু হল। পণ্যের ওজন নিয়ে সমস্যার জেরে দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে বর্হিবাণিজ্য বন্ধ ছিল। শুক্রবার বাংলাদেশের পানামা বন্দরে হিলি এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল গিয়ে আলোচনার পরই জট খোলে। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সদস্যরা এবং কিছু ট্রাক চালক বাণিজ্য বন্ধের সমর্থনে অনড় থাকলেও পুলিশ প্রহরায় হিলির চেকপোস্ট দিয়ে এদিন চাল, ডাল, কয়লা সহ আনাজপাতির ট্রাক ওপারে পানামা বন্দরে গিয়ে পণ্য রফতানি শুরু করেছে।

Advertisement

হিলি এক্সপোর্টাস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ মন্ডল বলেন, “সীমান্তে দুই দেশের পণ্য ওজনের যে ধর্মকাঁটাগুলি রয়েছে, তাতে ওজন ঠিকঠাক হচ্ছে না। গড়মিল পাওয়া গিয়েছে। ফলে উভয় তরফে ধর্মকাঁটা গুলির ওজন সঠিক করতে কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাশাপাশি হিলিগামী বর্হিবাণিজ্যের ট্রাকগুলি থেকে মাঝরাস্তায় পণ্য চুরির বিষয়েও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

ব্যবসায়ীরা জানান, গত শনিবার এপার থেকে রফতানির ১০টি পণ্যবোঝাই ট্রাক ওপার বাংলাদেশের পানামা বন্দরে গিয়ে ওজন করানো হয়। সেখানকার ধর্মকাঁটায় ৮০ কেজি থেকে এক কুইন্টাল মালের ওজন কম হয়। পাশাপাশি এপার হিলিতে বেসরকারি ধর্মকাঁটাগুলিতেও একই রকম ওজনের হেরফের ধর পড়ে। তার পরেই ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটাতে উদ্যোগী হন। তার পরে এদিন বর্হিবাণিজ্য চালু হয়।

Advertisement

তবে ওপারে যাবেন না বলে দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য একাংশ ট্রাক চালক। সংগঠনের স্থানীয় নেতা গৌড় দাসের বক্তব্য, “আমরা প্রথম থেকেই বলেছি, ওপারে পানামা বন্দরে ধর্মকাঁটায় গোলমাল রয়েছে। অথচ মাঝরাস্তায় মাল চুরির মিথ্যা অপবাদ দেওয়ায় একাংশ চালক ট্রাক নিয়ে ওপারে যাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।” হিলি এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক মন্ডল বলেন, “২/৪ জন ট্রাক চালক নিজেদের দোষ ঢাকতে বর্হিবাণিজ্য বন্ধের উদ্দেশ্যে গোলমাল পাকানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা বাণিজ্য চালু রাখতে বদ্ধপরিকর।”

পণ্যের ওজন কমের অভিযোগে বাংলাদেশের ব্যবসায়ীদের আপত্তিতে গত পাঁচদিন ধরে দক্ষিণ দিনাজপুরের হিলি আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে বাণিজ্য বন্ধ ছিল। গত মঙ্গলবার সকালে এপার থেকে ওপার বাংলাদেশের পানামা বন্দরে পণ্যের ট্রাক ধর্মকাঁটা ওঠার পরেই ওজন কমের অভিযোগ তুলে তা নেওয়া বন্ধ করে দেন ওপারের ব্যবসায়ীরা। আপত্তি জানিয়ে একাংশ ট্রাক চালকও পণ্যের ট্রাক নিয়ে ওপারে যাবেন না বলে জানানোয় সমস্যা জটিল আকার নেয়। পাঁচদিন ধরে বহির্বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ায় পণ্যবোঝাই অন্তত হাজার খানেক ট্রাক হিলি এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। তবে কাঁচামালের ট্রাকগুলি ওপারে আলোচার পর যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন