প্রকল্পে দুর্নীতির অভিযোগ এসজেডিএ-র

মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্পে দুটি পাম্পিং স্টেশন তৈরির ক্ষেত্রে ৩ কোটি টাকারও বেশি নয়ছয় হয়েছে বলে পুলিশে অভিযোগ করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। বুধবার প্রধাননগর থানায় এসজেডিএ’র সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়র দীপেশ বণিক এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।

Advertisement

সৌমিত্র কুণ্ডু

শিলিগুড়ি শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৫ ০২:৫৩
Share:

মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি প্রকল্পে দুটি পাম্পিং স্টেশন তৈরির ক্ষেত্রে ৩ কোটি টাকারও বেশি নয়ছয় হয়েছে বলে পুলিশে অভিযোগ করলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ (এসজেডিএ)। বুধবার প্রধাননগর থানায় এসজেডিএ’র সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়র দীপেশ বণিক এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।

Advertisement

২০১২-২০১৩ সালে অডিট রিপোর্টে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। প্রকল্পের জন্য যে পাম্প মেশিন দরকার তার চেয়ে অনেক বেশি ক্ষমতার পাম্প মেশিন কেনার কথা পরিকল্পনায় দেখানো হয়েছে। উপরন্তু, বাস্তবে সে সব যন্ত্রাংশ সরবরাহ না-করে তিনটি বিলের মাধ্যমে ৩ কোটি ৭ লক্ষ ৫৭ হাজার ৭৪০ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এসজেডিএ আধিকারিকরাই ওই টাকা মিটিয়েছেন। সে কারণে দফতরের আধিকারিকদের একাংশের সঙ্গে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশে নয়ছয় হয়েছে বলে এসজেডিএ কর্তৃপক্ষের সন্দেহ।

শিলিগুড়ি পুলিশ কমিশনার জগমোহন বলেন, “অভিযোগ পেয়েছি। সেই মতো বিস্তারিত খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” এসজেডিএ কার্যনির্বাহী আধিকারিক আর বিমলার সঙ্গে দফতরে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ব্যস্ত থাকায় দেখা করতে পারবেন না বলে জানানো হয়। ফোনেও যোগাযোগের চেষ্টা করা হলে রিং বেজে গিয়েছে। এসজেডিএ তরফে বিভিন্ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ৮ টি অভিযোগ করা হয়েছে। মহানন্দা অ্যাকশন প্ল্যানে নিকাশি তৈরি, বাগডোগরা, মালবাজার, ময়নাগুড়িতে শ্মশানে বৈদ্যুতিক চুল্লি তৈরি, শহরের নিরাপত্তার জন্য ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর মতো বিভিন্ন প্রকল্পে অন্তত ৮৪ কোটি টাকা নয়ছয় হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। সেই সমস্ত ক্ষেত্রে পুলিশি তদন্তে এখন পর্যন্ত এসজেডিএ’র তিনজন বাস্তুকার-সহ ঠিকাদার সংস্থার কর্মকর্তা ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই জামিনে রয়েছেন।

Advertisement

এসজেডিএ’র একটি সূত্রই জানিয়েছে, এ দিন যে অভিযোগ করা হয়েছে তাতে বলা হয়েছে ওই কাজের দায়িত্ব দেওয়া হয় কলকাতার ইউরেকা ট্রেডার্স ব্যুরোকে। ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই অন্যান্য অভিযোগের ভিত্তিতে সংস্থার কর্ণধার অজিত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছেলেকে পুলিশ গ্রেফতার করেছিল। অভিযোগে, অডিট রিপোর্টের কথা উল্লেখ করে বলা হয়েছে, ২০১২ সালে এই সংস্থাটি ফুলবাড়ি এবং নৌকাঘাট এলাকায় মহানন্দা অ্যাকশন প্ল্যানে দুটি মেন পাম্পিং স্টেশন তৈরির কাজের বরাত পায়। তিন দফায় ওই সংস্থাটিকে কাজের জন্য ওই টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। অথচ ওই কাজের জন্য যে সমস্ত যন্ত্রাংশ সরবরাহ করার কথা তা করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন