মঙ্গলবার বালুরঘাট কলেজের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। অনুষ্ঠানে উপস্থিত এই কলেজের প্রাক্তন ছাত্র তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালিকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি বলেন, ‘‘সুষ্ঠু ভাবে কলেজ পরিচালনা ও ছাত্রছাত্রীদের সুবিধার জন্য কলেজে ছাত্র সংসদের প্রয়োজন রয়েছে।’’ অন্তত ৬টি সেমিস্টারের ব্যবস্থা হলে কলেজগুলিতে পঠনপাঠনের মান বাড়বে। এদিন বালুরঘাট কলেজের কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হয়।