অভিযোগকারিণী কলেজ ছাত্রী ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা খুনের চেষ্টার মামলা দায়ের হয়েছে শিলিগুড়িতে। বুধবার মাটিগাড়ায় ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত কলেজের কর্মীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। সোমবার দাগাপুরের বেসরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে কলেজেরই এক কর্মীর বিরুদ্ধে।