ডুয়ার্স উৎসব কমিটির বিরুদ্ধে বিধি-ভঙ্গের নালিশ

পুলিশকে তদন্তাদেশ কোর্টের

বিনা অনুমতিতে মাঠ ব্যবহার, বিনোদন কর না দেওয়া, নিয়ম ভেঙে রাত পর্যন্ত মাইক বাজানো সহ একাধিক অভিযোগ ডুয়ার্স উৎসব কমিটির বিরুদ্ধে নথিভুক্ত করে পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দিল আদালত। বুধবার আলিপুরদুয়ারের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত বিচারক সুদীপ চৌধুরী ওই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত পদাধিকার বলে ডুয়ার্স উৎসব কমিটির সভাপতি হলেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক নিখিল নির্মল এবং সম্পাদক পদে রয়েছেন প্রদেশ যুব তৃণমূল কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আলিপুরদুয়ার শেষ আপডেট: ০৮ মে ২০১৪ ০১:৪৭
Share:

বিনা অনুমতিতে মাঠ ব্যবহার, বিনোদন কর না দেওয়া, নিয়ম ভেঙে রাত পর্যন্ত মাইক বাজানো সহ একাধিক অভিযোগ ডুয়ার্স উৎসব কমিটির বিরুদ্ধে নথিভুক্ত করে পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দিল আদালত। বুধবার আলিপুরদুয়ারের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত বিচারক সুদীপ চৌধুরী ওই নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত পদাধিকার বলে ডুয়ার্স উৎসব কমিটির সভাপতি হলেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক নিখিল নির্মল এবং সম্পাদক পদে রয়েছেন প্রদেশ যুব তৃণমূল কার্যকরী সভাপতি সৌরভ চক্রবর্তী। এ দিন আদালতের নির্দেশে স্বাভাবিক ভাবেই প্রশাসনিক মহলে চাঞ্চল্য চড়িয়েছে। এর আগে গত ৯ এপ্রিলও আদালত একই নির্দেশ দিলেও, নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কথা পুলিশের তরফে জানানো হয়।

Advertisement

আলিপুরদুয়ারের আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “আদালতের নির্দেশের প্রতিলিপি হাতে পাইনি।” আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে দশ দিন ধরে ডুয়ার্স উৎসব চলে। উৎসব শেষ হওয়ার পরেই বাম পরিচালিত আলিপুরদুয়ার পুরসভার সঙ্গে উৎসব কমিটির বিবাদের শুরু। মেলা শেষ হওয়ার পর মাঠ পরিষ্কার করা হয়নি বলে গত মার্চ মাসে মহকুমা শাসক পুরসভার বিরুদ্ধে নিজের এজলাসে মামলা দায়ের করেন। পরে মাঠ পরিষ্কার করে খরচের অর্ধেক বিল পুরসভাকে দেওয়ার নির্দেশ দেন মহকুমাশাসক। এরপর বাম পরিচালিত পুর কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। মাঠের অনুমোদন না নেওয়া সহ একাধিক পাল্টা অভিযোগে মহকুমা আদালতে মামলা দায়ের করে পুরসভা। পুরসভার অভিযোগ, পুরসভার জলের ট্যাঙ্ক, শ্রমিক বাবদ বকেয়া ৩৬,৬০৫ টাকাও পরিশোধ করা হয়নি, বিনোদন করও মেটানো হয়নি।

এ দিন পুরসভার তরফে দায়ের করা মামলার শুনানি ছিল। দু’পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে বিচারক পুলিশকে নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। পুরসভার পক্ষের আইনজীবী সুহৃদ মজুমদার বলেন, “গত ৯ এপ্রিল আদালত পুলিশকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিলেও তা মানা হয়নি। পুলিশের পক্ষ থেকে ভোটের কাজে ব্যস্ততার কথা জানানো হয়। এ দিন বিচারক ফের পুলিশকে মামলা নথিভুক্ত করে তদন্ত রিপোর্ট আগামী ২২ মে-তে আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন। এই মামলায় পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও আদালতে অভিযোগ করেছি।” বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি উৎসব কমিটির আইনজীবী জহর মজুমদার। সহযোগী আইনজীবী তুষার চক্রবর্তী বলেন, “যা অভিযোগ রয়েছে তা টাকাপয়সা সংক্রান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে আগে প্রাথমিক তদন্ত করে তার পর মামলা নথিভুক্ত করতে। সেটা আদালতে জানিয়েছি।”

Advertisement

আদালতের নির্দেশ নিয়ে উৎসব কমিটির সভপাতি তথা মহকুমা শাসক নিখিল নির্মল বলেন, “বিষয়টি এখনও জানি না।” তৃণমূল কংগ্রেস নেতা তথা উৎসবের সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, “আমি নিজেও আইনজীবী। বিষয়টি নিয়ে আমরা আইনি লড়াই চালাব।” সৌরভবাবু পাল্টা অভিযোগ করে বলেন, “পুরসভার চেয়ারম্যান ডুয়ার্স উৎসবের সাধারণ সম্পাদকের পদ পাননি বলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই মামলা করেছেন।” তবে এ নিয়ে আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “রাজনৈতিক কারণে মামলা হয়নি। চেয়ারম্যান হিসেবে আমার যা করণীয় সেই ভাবেই মামলা করেছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন