পঞ্চাশে মাতৃত্বের স্বপ্নপূরণ স্বপ্নার

মাতৃত্বের আকাঙ্ক্ষা আবার হার মানাল বয়সকে। পঞ্চাশে পৌঁছে মাতৃত্বের স্বাদ পেলেন স্বপ্না ঘোষ। আলিপুরদুয়ারের বাসিন্দা স্বপ্নাদেবীর পুত্রসন্তান মঙ্গলবার জন্ম নিয়েছে কলকাতায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৪ ০২:৫০
Share:

মাতৃত্বের আকাঙ্ক্ষা আবার হার মানাল বয়সকে। পঞ্চাশে পৌঁছে মাতৃত্বের স্বাদ পেলেন স্বপ্না ঘোষ।

Advertisement

আলিপুরদুয়ারের বাসিন্দা স্বপ্নাদেবীর পুত্রসন্তান মঙ্গলবার জন্ম নিয়েছে কলকাতায়। মহানগরীর এক বন্ধ্যত্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক বৈদ্যনাথ চক্রবর্তীর তত্ত্বাবধানে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) বা টেস্ট টিউব পদ্ধতিতে পৃথিবীর আলো দেখল সে।

বিয়ে হয়েছিল ৪৮ বছর বয়সে। স্বামীর বয়স তখন ৬০। গোড়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানধারণের চেষ্টা করেছিলেন ঘোষ দম্পতি। কিন্তু সফল হননি। তখনই কলকাতায় এসে চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেন তাঁরা। বৈদ্যনাথবাবু জানান, টেস্ট টিউব বেবির জন্য চেষ্টা চালিয়ে প্রথম বার গর্ভপাত হয়ে যায় অল্প দিনের মধ্যেই। দ্বিতীয় বারের চেষ্টায় তাঁরা সফল হয়েছেন। দ্বিতীয় বার তিনটি ডিম্বাণু থেকে তিনটি এমব্রায়ো বা ভ্রূণ তৈরি হয়েছিল। প্রতিস্থাপন করে তার মধ্যে একটি ক্ষেত্রে সফল হয়েছেন তাঁরা।

Advertisement

স্বপ্নাদেবীর সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল এক মাস পরে। কিন্তু ইতিমধ্যে তাঁর ডায়াবেটিস ধরা পড়ে। রক্তচাপও বেড়ে যায়। চিকিৎসকেরা তাই আর কোনও ঝুঁকি নিতে চাননি। এ দিন বিকেলে মায়ের কোলে সন্তানকে তুলে দিয়ে বৈদ্যনাথবাবু বলেন, “মা হওয়ার ক্ষেত্রে বয়স যে এখন আর বড় বাধা নয়, আরও এক বার তা প্রমাণ হয়ে গেল।”

এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন শহরের অন্য স্ত্রীরোগ চিকিৎসকেরাও। চিকিৎসক গৌতম খাস্তগীর বলেন, “ইদানীং বেশি বয়সে সন্তানের জন্ম দিচ্ছেন অনেকেই। তবে এ-সব ক্ষেত্রে মহিলাদের হার্ট, কিডনি এবং লিভার ঠিক আছে কি না, আগে পরীক্ষা করে নেওয়া দরকার। মনের জোর বাড়াতে প্রয়োজন হয় কাউন্সেলিংয়েরও।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন