‘ফেরার’ নেতা এলেন কর্মিসভায়

সরকারি কর্মীকে মারধরে বৃহস্পতিবারই নাম জড়িয়েছিল তাঁর। পরদিনই পুলিশের খাতায় ‘ফেরার’ পুরাতন মালদহ পুরসভার ভাইস চেয়ারম্যানকে দেখা গেল দলীয় কর্মিসভায়। তবে মালদহ থানার আইসি আশিস দেব এ দিনও বলেছেন, “মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ওকে পাওয়া যায়নি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৪ ০২:৩৪
Share:

সভার বাইরে স্বাধীন। নিজস্ব চিত্র।

সরকারি কর্মীকে মারধরে বৃহস্পতিবারই নাম জড়িয়েছিল তাঁর। পরদিনই পুলিশের খাতায় ‘ফেরার’ পুরাতন মালদহ পুরসভার ভাইস চেয়ারম্যানকে দেখা গেল দলীয় কর্মিসভায়। তবে মালদহ থানার আইসি আশিস দেব এ দিনও বলেছেন, “মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। ওকে পাওয়া যায়নি।”

Advertisement

শুক্রবার দুপুরে মালদহের ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের কর্মিসভায় এসেছিলেন দলের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক তথা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। সেই কর্মিসভার মঞ্চে না বসলেও কর্মীদের মাঝে বসে সকলের বক্তব্য শুনলেন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ।

বৃহস্পতিবার পুরাতন মালদহের মঙ্গলবাড়ির মীনভবনে ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলছিল। ওই কাজের সময় বচসা বাধে। সেই সময় ভূমি ও ভূমি সংস্কার দফতরের এক কর্মীকে স্বাধীনবাবু মারধর করেন বলেন অভিযোগ। ঘটনাস্থলে আসেন মালদহ থানার আইসি আশিস দেব। পুলিশ সূত্রের খবর, ওই কর্মী রথীন দাস পুরাতন মালদহের বিডিও দুলেন রায়কে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় ব্লক প্রশাসনের তরফ থেকে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মালদহ থানার পুলিশ ঘটনার পরিপেক্ষিতে মামলা রুজু করেছে। এ দিনও কর্মিসভায় বাইরেই আইনশৃঙ্খলা দেখার জন্য ছিলেন আইসি।

Advertisement

কর্মিসভা থেকে হাসতে হাসতে বাইরে আসতেও দেখা যায় ‘ফেরার’ স্বাধীনবাবুকে। তিনি বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমি কাউকে মারধর করিনি। উনি আমাকে ধাক্কাধাক্কি করেছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি।” অভিযোগকারী সরকারি কর্মী রথীনবাবু শুধু বলেন, “বিষয়টি বিডিও দেখছেন।”

তৃণমূলের কর্মিসভার আগে পুরাতন সার্কিট হাউসে তৃণমূলের জেলা নেতাদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলার দলের গোষ্ঠী কোন্দল মেটানোর নির্দেশ দেওয়া হয়। পরে শুভেন্দুবাবু বলেন, “মালদহে ভাল সংগঠন রয়েছে। সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে আগামী দিনে আমরা মালদহ জেলায় তৃতীয় নয়, প্রথম স্থানে থাকতে পারব।” সারদা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “এতটুকু বলব যাতে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন