ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক, বিতর্ক হতেই দাবি মন্ত্রীর গাড়িচালকের

রাজ্যের এক মন্ত্রীর সরকারি গাড়ির চালকের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একাধিক ছবি ঘিরে রহস্য দানা বাঁধছে। গত সপ্তাহে, শুক্রবার মন্ত্রীর ওই চালকের নামের অ্যাকাউন্টের ‘টাইম লাইনে’ একাধিক খালি বোতলের ছবি দেখা যায়। সেগুলি মূলত জল ও দামি মদের বোতল। মোট তিনটি ছবি ছিল। ছবিগুলি পোস্ট হতেই তা ‘লাইক’ করেন অনেকেই। তা নিয়ে হইচই হয়নি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০২:২১
Share:

এই ছবি ঘিরেই বেধেছে বিতর্ক।

রাজ্যের এক মন্ত্রীর সরকারি গাড়ির চালকের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা একাধিক ছবি ঘিরে রহস্য দানা বাঁধছে। গত সপ্তাহে, শুক্রবার মন্ত্রীর ওই চালকের নামের অ্যাকাউন্টের ‘টাইম লাইনে’ একাধিক খালি বোতলের ছবি দেখা যায়। সেগুলি মূলত জল ও দামি মদের বোতল। মোট তিনটি ছবি ছিল। ছবিগুলি পোস্ট হতেই তা ‘লাইক’ করেন অনেকেই। তা নিয়ে হইচই হয়নি।

Advertisement

কিন্তু, ছবির নিচে একটি গাড়ির নম্বর দিয়ে মন্তব্য লেখা শুরু হতেই আলোড়ন পড়ে যায়। কারণ, প্রথম মন্তব্যেই একজন একটি ‘ইনোভা’ গাড়ির নম্বর উল্লেখ করে রসিকতার ছলে লেখেন, সেই গাড়ির ‘ডিকি’ ফাঁকা করা হল নাকি? সাধারণত, ওই মন্ত্রীই গাড়িটি চড়েন। তাই তা নিয়ে মন্তব্যে নানা জল্পনা শুরু হয় তৃণমূলের অন্দরে। বিতর্ক দানা বাঁধে গাড়ির চালকের তরফে অ্যাকাউন্টে ‘হা হা হা’ বলে প্রতিক্রিয়া দেখানো হওয়ার পরে। ঘটনাটি মন্ত্রী জানতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। বেসরকারি সংস্থার থেকে ভাড়া নেওয়া গাড়ির চালকের বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নেন মন্ত্রী। এর পরে মন্ত্রীর গাড়ির চালক দাবি করেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি ‘হ্যাক’ করা হয়েছে। তার জেরেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কিছু ছবি পোস্ট করে তাঁর নামেও মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

ঘটনাটি জানতে পেরেছেন ওই মন্ত্রী-সহ শাসক দলের একাধিক নেতানেত্রী। তাঁদের কয়েকজন ওই চালককে কেন সরানো হয়নি সেই প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তৃণমূলের নেতাদের একাংশ ওই চালকের ভূমিকায় বিরক্তি প্রকাশ করেছেন। এমনকী, ঘটনার প্রতিক্রিয়া জানানোর সময়ে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কয়েকজনের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন ওই তৃণমূল নেতা-কর্মীরা। যদিও ওই চালক মন্ত্রী তো বটেই, পুলিশ-প্রশাসনের অফিসারদের কাছে দাবি করেছেন, তাঁকে ও মন্ত্রীকে হেনস্থা করার জন্যই কেউ ওই কাজ করেছেন।

Advertisement

শাসক তৃণমূলের কয়েকজন নেতা জানিয়েছেন, রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং নির্দিষ্ট দফতরের দায়িত্বে থাকার জন্য মন্ত্রীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হয়। বহু অনুষ্ঠান বেসরকারি হোটেল, লজে হয়ে থাকে। সেখানে নানা ধরণের লোকজন যাতায়াত করেন। খানাপিনার আসরও বসে। মন্ত্রীর চালক ও দেহরক্ষীরাও উপস্থিত থাকেন। মোবাইল, ক্যামেরা ছবিও তোলা হয়। আড্ডা, গল্পগুজবও হয়। ওই সমস্ত কোনও অনুষ্ঠানে কোনওভাবে মন্ত্রীর গাড়ির চালকের মোবাইল কেউ হাতিয়ে নিয়ে মদের বোতলের ছবি পোস্ট করা হতেই পারে। এই ক্ষেত্রে তা হয়েছে কি না তা মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের দেখা দরকার। তাঁদের আরও সতর্ক থাকাও দরকার। নইলে ভবিষ্যতে এর থেকেও বড় কোনও ঘটনা ঘটতে পারে।

সরকারি সূত্রের খবর, ঘটনাটি রাতেই জানার পর ওই মন্ত্রী প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। রাতেই চালককে তিনি ডেকে পাঠিয়ে ভর্ত্‌সনা করেন। এমনকি, কীভাবে এমন হল তা জানতে চান। ওই চালক ততক্ষণে মন্ত্রীর কাছে পৌঁছে ক্ষমা চেয়ে নেন। তিনি মন্ত্রীকে জানান, তিনি ওই কাজ করেননি। তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি কোনওভাবে হ্যাক হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টের স্টেটাসে তিনি তা জানিয়েও দিয়েছেন।

পক্ষান্তরে, ফেসবুক প্রেমীদের কয়েকজন জানান, ওই অ্যাকাউন্টটি যদি ‘হ্যাক’ না-হয়ে থাকে, তা হলে মন্ত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে মিথ্যে বলার অভিযোগ আনতে পারে ফেসবুক সংস্থা। সে ক্ষেত্রে আরও বড় ধরনের বিতর্কের মুখে পড়ার অবকাশ রয়েছেন গাড়ির চালকের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন