আলিপুরদুয়ার কলেজে অধ্যক্ষের ঘরে ভাঙচুর ও অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় কলেজের ছাত্র সংসদ ভেঙে দিল পরিচালন সমিতি। মঙ্গলবার দুপরে পরিচালন সমিতির বর্ধিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন কলেজে এসেছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শৈলেন দেবনাথ। পরিচালন সমিতির সভাপতি অমিতাভ রায় বলেন, “ঘটনায় ছাত্র সংসদের নাম জড়িয়ে যাওয়ায় পরিচালন সমিতি সিদ্ধান্ত নিয়ে কলেজের ছাত্র সংসদ ভেঙে দিয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজে যোগ দিয়েছেন। তবে পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের জন্য আইন আইনের পথে চলবে।”