আবেদনকারী ছাত্রছাত্রীদের সকলের ভর্তির দাবিতে বাগডোগরা কলেজে অনশন আন্দোলন শুরু করেছে ছাত্র পরিষদ। মঙ্গলবার বিকেল থেকেই কালীপদ ঘোষ তরাই মহাবিদ্যালয় অর্থাৎ বাগডোগরা কলেজে অনশন শুরু হয়। তাদের দাবি, কলেজের আবেদন করে এখনও প্রায় তিনশো ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি। তাদের ভর্তির ব্যবস্থা করতে হবে। কলেজের অধ্যক্ষ শুভাশিস মিত্র বলেন, ‘‘ওদের সঙ্গে কথা বলছি। কলেজের তরফে ভর্তির জন্য যতটা ব্যবস্থা করা যায় তা করা হয়েছে।’’