মোটরবাইকে এসে গলার হার ছিনতাই

দিনের আলোয় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে কোচবিহার শহরের পুরনো পোস্ট অফিস পাড়া লাগোয়া এলাকার ঘটনা। ওই মহিলার বাড়ি আলিপুরদুয়ারে। মাস তিনেক আগে কোচবিহার এবিএন শীল কলেজের যে ছাত্রীর উপরে অ্যাসিড হামলা হয়েছিল, ওই মহিলা তাঁর আত্মীয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ০৪:২৪
Share:

দিনের আলোয় এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার বিকেলে কোচবিহার শহরের পুরনো পোস্ট অফিস পাড়া লাগোয়া এলাকার ঘটনা। ওই মহিলার বাড়ি আলিপুরদুয়ারে। মাস তিনেক আগে কোচবিহার এবিএন শীল কলেজের যে ছাত্রীর উপরে অ্যাসিড হামলা হয়েছিল, ওই মহিলা তাঁর আত্মীয়।

Advertisement

এ দিন আক্রান্ত ছাত্রীর পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কলেজে খোঁজখবর নিতে আলিপুরদুয়ার থেকে কোচবিহারে এসেছিলেন তিনি। তাঁর সঙ্গে আক্রান্ত ছাত্রীর মা-ও ছিলেন। এ বিএন শীল কলেজ থেকে বাড়ি ফেরার বাস ধরার জন্য তাঁরা হেঁটে কোচবিহার বাস টার্মিনাসের দিকে যাচ্ছিলেন। পুরনো পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছতেই উল্টোদিক থেকে আসা মোটরবাইক আরোহী দুই যুবক তাঁদের সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই মোটরবাইকের পিছনে বসা এক যুবক ওই মহিলার গলার সোনার হার ছিনিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তারা ভবানীগঞ্জ বাজারের দিকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। জেলা পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “ওই অভিযোগের তদন্ত হচ্ছে।”

প্রকাশ্য দিবালোকে এ ভাবে মহিলার গলা থেকে হার ছিনতাইয়ের ঘটনায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তাঁদের অভিযোগ, কোচবিহার শহরে আগেও এমন কায়দায় হার ছিনতাইয়ের ঘটনা হয়েছে। তারপরেও পুলিশ দুষ্কৃতী দৌরাত্ম্য বন্ধ করতে নজরদারি বাড়ায়নি। সেই সুযোগেই ফের এমন ঘটনা হয়েছে। কোচবিহার নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সম্পাদক রাজু রায় বলেন, “দিনের বেলায় শহরের ব্যস্ততম এলাকায় মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। আগেও একাধিকবার এমন অভিযোগ উঠেছে। পুলিশের তৎপরতা বাড়ানো দরকার।”

Advertisement

এ দিন কোচবিহার কোতোয়ালি থানার সামনে হার ছিনতাইয়ের ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। তিনি বলেন, “প্রায় ২২ গ্রাম ওজনের সোনার হার চুরি করে চোখের সামনে পালাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement