স্কুলের বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান কোচবিহারে

বছরের শেষে স্কুলের বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি উত্‌সবে মেতেছেন কোচবিহারের তিনটি এলাকার বাসিন্দারা। সোমবার কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের ১২৫ বছর পূর্তির তিনদিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়। বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুত্‌মন্ত্রী মণীশ গুপ্ত। এ দিন কোচবিহার ১ ব্লকের হাওড়াহাট এলাকার মোয়ামারি তত্ত্বনাথ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানও শুরু হয়। তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। মাথাভাঙা ২ ব্লকের আটপুখুরি হাইস্কুলের তিনদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের এদিন ছিল শেষদিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০১:৫৮
Share:

মালদহে শুরু হয়েছে পুষ্প প্রদর্শনী। মনোজ মুখোপাধ্যায়ের তোলা ছবি।

বছরের শেষে স্কুলের বর্ষব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি উত্‌সবে মেতেছেন কোচবিহারের তিনটি এলাকার বাসিন্দারা। সোমবার কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের ১২৫ বছর পূর্তির তিনদিন ব্যাপী সমাপ্তি অনুষ্ঠান শুরু হয়। বিকেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুত্‌মন্ত্রী মণীশ গুপ্ত।

Advertisement

এ দিন কোচবিহার ১ ব্লকের হাওড়াহাট এলাকার মোয়ামারি তত্ত্বনাথ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠানও শুরু হয়। তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। মাথাভাঙা ২ ব্লকের আটপুখুরি হাইস্কুলের তিনদিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের এদিন ছিল শেষদিন। সেখানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

স্কুল সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা হাইস্কুলে শিক্ষা দফতরের বরাদ্দে ১ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দে নতুন ক্লাস ঘর তৈরির শিলান্যাস হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষদিন খ্যাতনামা শিল্পী বিশেষ আকর্ষণ হিসাবে থাকবেন। অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুত্‌ মন্ত্রী বলেন, “শিক্ষার মান উন্নয়ন রাজ্য সরকারের লক্ষ্য।” মাথাভাঙা হাইস্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার জানিয়েছেন, “১৮৯০ সালে প্রতিষ্ঠিত স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা ১৮৯২জন। শিক্ষা দফতরের বরাদ্দে ১২টি নতুন ক্লাসঘর করা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ১২৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান চলবে। শেষদিন কৃতীদের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হবে। মোয়ামারি তত্ত্বনাথ হাইস্কুলে পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “কোচবিহারে শিক্ষার মানচিত্রে জোয়ার এসেছে। বর্তমান রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় চালু করেছে। ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিক্যাল কলেজও হচ্ছে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথবাবু এলাকা উন্নয়ন তহবিল থেকে ২ লক্ষ ৭৩ হাজার টাকায় একটি স্মারক তোরণটি তৈরি হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক কনকচন্দ্র মহন্ত জানিয়েছেন, ১৯৬৫ সালে স্কুল প্রতিষ্ঠা হয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০০ জন। ৩১ ডিসেম্বর ১১টায় পুর্নমিলন উত্‌সবে প্রাক্তনীরা স্কুল চত্বরে উপস্থিত থাকবেন। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

Advertisement

মাথাভাঙা ২ ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের আটপুখুরি হাইস্কুলেও সুবর্ণ জয়ন্তী উত্‌সবের সমাপ্তি অনুষ্ঠানের শেষদিন উত্‌সাহী মানুষের পাশাপাশি শিক্ষানুরাগীদের ভিড় উপচে পড়েছিল। সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে স্কুলের বার্ষিক পত্রিকার উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। আয়োজক কমিটির কর্তা সামসুল আলম জানান, বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের ভাওয়াইয়ার অনুষ্ঠান শেষদিনের চমক ছিল। ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ওই স্কুলের বর্তমান ছাত্রছাত্রী ২৬০০ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন