সংস্কার দাবি, দিনভর রুদ্ধ জাতীয় সড়ক

মালদহের চাঁচল হাটখোলার খেজুরিয়া মোড় থেকে থাহাঘাটি পর্যন্ত তিন কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দিনভর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়িচালক ও এলাকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে খেজুরিয়া মোড়ে ওই অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এদিন চাঁচলে সাপ্তাহিক হাটবার থাকায় ভোগান্তি আরও চরমে ওঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৫ ০২:৩২
Share:

এই রাস্তা নিয়েই অভিযোগ।

মালদহের চাঁচল হাটখোলার খেজুরিয়া মোড় থেকে থাহাঘাটি পর্যন্ত তিন কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দিনভর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়িচালক ও এলাকার বাসিন্দারা। বুধবার সকাল থেকে খেজুরিয়া মোড়ে ওই অবরোধের জেরে চূড়ান্ত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এদিন চাঁচলে সাপ্তাহিক হাটবার থাকায় ভোগান্তি আরও চরমে ওঠে।

Advertisement

পাশাপাশি সকাল থেকে বৃষ্টি নামায় যানজট বাড়তে থাকে। শহরের ভিতরের রাস্তা দিয়ে কোনওক্রমে যাতায়াত করে ছোট গাড়িগুলি। সকাল থেকে অবরোধ চলতে থাকলেও স্থানীয় প্রশাসনের কেউ না আসায় বিকেলে নতুন করে স্বরূপগঞ্জ মোড়েও জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে জেলাশাসকের নির্দেশ সেখানে যান চাঁচলের বিডিও। পুলিশ-প্রশাসনের আশ্বাসে বিকাল সাড়ে পাঁচটায় অবরোধ ওঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

দিনভর জাতীয় সড়ক অবরোধের কথা জেনে মালদহের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, ‘‘স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখতে বলেছি। ওই রাস্তা নিয়ে কি সমস্যা রয়েছে তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’’

Advertisement

বাসিন্দাদের অভিযোগ, চাঁচলের থাহাঘাটি থেকে জগন্নাথপুর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এক দশক আগে পাকা করা হয়েছে। কিন্তু থাহাঘাটি থেকে সুজাগঞ্জ হয়ে চাঁচলের খেজুরিয়া মোড়ে ৮১ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এতটাই বেহাল যে তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তা থেকে পিচের চাদর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টি নামলেই সেখানে হাঁটুজল জমে যায়। ওই রাস্তায় বড় বাস চলাচল করে না। পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষাধিক বাসিন্দার ভরসা ম্যাক্সি, ট্রেকার, অটো। সম্প্রতি বৃষ্টি শুরু হওয়ার পর রাস্তা এতটাই বেহাল হয়ে পড়ে যে গর্তে পড়ে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে ওঠে। এলাকার বাসিন্দা অর্জুন দাস, মহম্মদ সেলিমরা বলেন, ‘‘মাঝে একবার নাম মাত্র ইট ফেলে রাস্তা সংস্কার করা হলেও কয়েকদিন বাদে তা ফের বেহাল হয়ে পড়ে। ওই তিন কিলোমিটার রাস্তার জন্য যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দাদের চাঁচলে পৌঁছোতে নাভিশ্বাস উঠছে।’’


অবরোধে রুদ্ধ জাতীয় সড়ক।

রবিবার ওই রাস্তায় একটি অটো উল্টে দুর্ঘটনার পরেও ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। কিন্তু তারপরেও প্রশাসনের হেলদোল না দেখে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তাঁরা।এদিন সকাল ন’টা থেকে অবরোধ শুরুর কিছুক্ষণ বাদেই শুরু হয় বৃষ্টি। কিন্তু প্রশাসনের কর্তাদের উপস্থিতির দাবি তুলে বৃষ্টি উপেক্ষা করেই অবরোধ চলতে থাকে। বিকেল পাঁচটা পর্যন্ত প্রশাসনের কেউ হাজির না হওয়ায় একই সঙ্গে জাতীয় সড়কের স্বরূপগঞ্জ মোড় অবরোধ করেও বিক্ষোভ শুরু হয়। বিষয়টি জানতে পেরে জেলা শাসকের নির্দেশে সেখানে হাজির হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন বিডিও। খুব দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে বলে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

চাঁচল-১ ব্লকের বিডিও সুব্রত বর্মন বলেন, ‘‘আমাকে কেউ অবরোধের কথা জানায়নি। জানলে আমি আগে এসেই ব্যবস্থা নিতাম। যাইহোক সমস্যা মিটে গিয়েছে। ওই রাস্তা যাতায়াতের উপযোগী করে তুলতে দুই একদিনের মধ্যেই সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’

চাঁচল মিনি ট্রাক ও ম্যাক্সি মালিক সমিতির সভাপতি নিরঞ্জন সাহা বলেন, ‘‘প্রশাসন আশ্বাস দিয়েছে। এরপরেও কাজ না হলে আরও বড় আন্দোলন হবে।’’

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন