হলুদ সংকেত ফুলহারে

জলস্তরের তেমন হেরফের না হলেও এখনও মালদহে হলুদসীমার উপর দিয়েই বইছে ফুলহার নদী। সামান্য হলেও গত ২৪ ঘন্টায় ফুলহারের জলস্তর তিন সেন্টিমিটার বেড়েছে। ফলে অসংরক্ষিত এলাকায় এখনও হলুদ সঙ্কেত সীমা জারি রয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার থেকেই প্রচণ্ড গতিতে ফুলহারের জল বাড়তে শুরু করেছিল।

Advertisement
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০১:৩৫
Share:

জলস্তরের তেমন হেরফের না হলেও এখনও মালদহে হলুদসীমার উপর দিয়েই বইছে ফুলহার নদী। সামান্য হলেও গত ২৪ ঘন্টায় ফুলহারের জলস্তর তিন সেন্টিমিটার বেড়েছে। ফলে অসংরক্ষিত এলাকায় এখনও হলুদ সঙ্কেত সীমা জারি রয়েছে বলে সেচ দফতর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার থেকেই প্রচণ্ড গতিতে ফুলহারের জল বাড়তে শুরু করেছিল। শনিবার নদীর জল হলুদ সঙ্কেত সীমা ছাড়িয়ে যায়। তারপর থেকে নদীর জলস্তর তেমন না বাড়লেও এক সপ্তাহ ধরে হলুদসীমার উপর দিয়ে নদী বইতে থাকায় অসংরক্ষিত এলাকার বাসিন্দাদের আতঙ্ক এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় নদীর জলস্তর তিন সেন্টিমিটার বাড়লেও এ দিন সকালের তুলনায় জলস্তর তিন সেন্টিমিটার কমেছে বলে সেচ দফতর জানিয়েছে। জেলা সেচ দফতরের মহানন্দা এমবেঙ্কমেন্টের নির্বাহী বাস্তুকার সুমিত বিশ্বাস বলেন, ফুলহার আপাতত স্থিতিশীল। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন