North Sikkim

মেঘভাঙা বৃষ্টি উত্তর সিকিমে! আটকে বহু পর্যটক, হাজার ফুট নীচে তিস্তায় গাড়ি পড়ার ঘটনায় এখনও নিখোঁজ আট জন

উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি। তার জেরে পুনরায় জল বাড়ছে তিস্তায়। শুক্রবার রাতের পর শনিবার ফের বিকেল থেকে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। যোগাযোগ সম্পূর্ণ ভাবে বন্ধ উত্তর সিকিমের লাচেনের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২১:৫২
Share:

বিপর্যস্ত উত্তর সিকিম। —নিজস্ব চিত্র।

উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি। তার জেরে পুনরায় জল বাড়ছে তিস্তায়। শুক্রবার রাতের পর শনিবার ফের বিকেল থেকে শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি। যোগাযোগ সম্পূর্ণ ভাবে বন্ধ উত্তর সিকিমের লাচেনের সঙ্গে। অতিভারী বৃষ্টির কারণে একাধিক জায়গা ধসের কবলে। অন্য দিকে লাচুনের সঙ্গে শুক্রবার রাত থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও শনিবার বিকেলের মধ্যে যোগাযোগ পুনরায় স্থাপন করা গিয়েছে৷ তবে চুংথাং থেলে সাঙ্কালান যাওয়ার রাস্তা একেবারে বন্ধ।

Advertisement

উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন শতাধিক পর্যটক। সরকারি হিসেব অনুযায়ী, লাচেনে প্রায় ১১৫ জন পর্যটক রয়েছে। অন্য দিকে, লাচুংয়ে প্রায় ১৩৫০ জন পর্যটক রয়েছেন। সিকিম সরকারের পক্ষ থেকে তাঁদের হোটেল এবং হোম-স্টেতেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকেই জায়গায় জায়গায় বিদ্যুতের সমস্যা। চুংথাং জুড়ে জলের পরিষেবাও বিঘ্নিত৷

গত বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেকে মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছিল পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ১০০০ ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটিতে ১১ জন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছিল। মারা গিয়েছিলেন এক জন। বাকি আট জন এখনও নিখোঁজ। তবে তাঁদের নাম-পরিচয় জানা গিয়েছে।

Advertisement

শনিবার সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজ পর্যটকদের খোঁজে তল্লাশির কাজ শুরু করলেও বৃষ্টির কারণে ঠিক ভাবে করা যাচ্ছিল না। মঙ্গন জেলার পুলিশ সুপার সোনম ডিকচু ভুটিয়া বলেন, ‘‘তল্লাশি চালাবার সময় তিস্তার পারে দুর্ঘটনাস্থল থেকে চারটে পরিচয়পত্র ও ছয়টি মোবাইল উদ্ধার হয়েছে৷ উদ্ধার হওয়া দু’জন পর্যটকই উড়িশার বাসিন্দা। একজনের নাম শ্যাম সুপ্রতিম নায়েক। অন্য জন সৈরাজ জানা। তাঁরা চিকিৎসাধীন গ্যাংটকের একটি বেসরকারি হাসপাতালে।’’

সিকিম সরকার নির্দেশিকা জারি করে বাকি আট নিখোঁজ পর্যটকের নাম-পরিচয় জানিয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে রয়েছেন অজিতকুমার নায়েক, সুনীতা নায়েক, সুশীল জানা, ইতশ্রী জানা। সকলেই ওড়িশার বাসিন্দা। ত্রিপুরার দু’জন—দেবজ্যোতি জয় দেব, স্বপ্ননীল দেব। কৈশেলেন্দ্র প্রতাপ সিংহ এবং অঙ্কিতা সিংহ উত্তরপ্রদেশের বাসিন্দা। গাড়িটির চালক পাসাং ডেনু শেরপা উত্তর সিকিমের সিংহিকের বাসিন্দা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement