প্রশিক্ষণ ছাড়া আর টেট নয়

দীর্ঘ টানাপড়েনের পরেও প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে জট পুরোপুরি কাটেনি। এই অবস্থায় শিক্ষক বাছাইয়ের পরবর্তী পরীক্ষা (টেট)-য় প্রশিক্ষণহীনদের বসার ব্যবস্থাই বন্ধ করে দেওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭ ০৩:১১
Share:

দীর্ঘ টানাপড়েনের পরেও প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত ও প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে জট পুরোপুরি কাটেনি। এই অবস্থায় শিক্ষক বাছাইয়ের পরবর্তী পরীক্ষা (টেট)-য় প্রশিক্ষণহীনদের বসার ব্যবস্থাই বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বার শুধু প্রশিক্ষিত প্রার্থীরাই টেট দেওয়ার সুযোগ পাবেন বলে রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর।

Advertisement

প্রশিক্ষণহীনদেরও টেট-এ বসতে দেওয়ার ব্যাপারে রাজ্যের আবেদনে সাড়া দেয়নি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ওই প্রার্থীদের যে প্রাথমিকে নিয়োগ করা যাবে না, সেটা ২০১৪-তেই জানিয়ে দিয়েছিল তারা। অনেক আবেদন-নিবেদনের পরে ছাড়ের মেয়াদ বাড়িয়ে ২০১৫-র টেট-এ প্রশিক্ষণহীন প্রার্থীদের বসার বন্দোবস্ত হয়েছিল। স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, এখন প্রাথমিকে শূন্য পদের সংখ্যা প্রায় ২৫ হাজার। পরবর্তী টেট-এ বসতে হলে শুধু প্রশিক্ষিত হলেই চলবে না, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম মেনে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

আরও পড়ুন:বিপণনেও মোহ বাড়ছে সেলফি-র

Advertisement

পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য জানান, সরকারের নির্দেশ পেলেই তাঁরা নিয়োগ পরীক্ষার বিজ্ঞাপন দেবেন। এর আগে কর্মরত প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণ নেওয়ার সময়সীমা ২০১৯ পর্যন্ত করার কথা জানিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন