নাতনিকে কটূক্তি, প্রতিবাদ করায় দাদুকে গাড়ির তলায় পিষে মারল যুবক

নাতনিদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন দাদু। আর তার জেরেই প্রতিবেশী যুবক গাড়ি দিয়ে পিষে মারলেন বৃদ্ধকে। হোগলবেড়িয়া থানার তারাপুর এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ১৭:৩৬
Share:

নাতনিদের কটূক্তির প্রতিবাদ করেছিলেন দাদু। আর তার জেরেই প্রতিবেশী যুবক গাড়ি দিয়ে পিষে মারলেন বৃদ্ধকে। হোগলবেড়িয়া থানার তারাপুর এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে দুই বোন পাড়ারই দোকান থেকে ফিরছিল। সেই সময় প্রতিবেশী যুবক টিঙ্কু মণ্ডল তাদের লক্ষ্য করে কটূক্তি করতে শুরু করে। বাড়ি ফিরে দাদু তপসের মণ্ডলকে পুরো ব্যাপারটা জানায় তারা। তিনি প্রতিবাদ করতে গেলে টিঙ্কুর সঙ্গে বচসা বাধে। পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে তখনকার মতো পরিস্থিতি সামাল দেন। কিন্তু কিছু ক্ষণ পরেই গাড়ি চালিয়ে এসে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লোকজনদের পিষে ফেলার হুমকি দিতে থাকে সে। ভয়ে সকলে রাস্তা থেকে সরে গেলেও দ্রুত সরতে পারেননি তপসেরবাবু। সোজা তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় টিঙ্কু। গুরুতর জখম অবস্থায় তপসেরবাবুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

এই ঘটনার পরই থানায় গিয়ে আত্মসমর্পণ করে টিঙ্কু। তাকে গ্রেফতার করে হোগলবেড়িয়া থানার পুলিশ।

ওই দুই বোনের অভিযোগ, দিন পনের দিন তাদের উত্যক্ত করতেন টিঙ্কু। রাস্তায় বেরোলেই কটূক্তি, খারাপ ইঙ্গিত কোনও কিছুই বাদ যায়নি। সহ্য করতে না পেরে দাদুর কাছে এসে বিষয়টি জানায় তারা। দাদুও রেগে গিয়ে যুবককে সাবধান করেছিলেন। কিন্তু তাতেও উত্যক্ত করা বন্ধ করেননি ওই যুবক। এ দিন ফের প্রতিবাদ করতে গেলে তপসেরবাবুকে গাড়ি দিয়ে পিষে হত্যা করেন টিঙ্কু।

Advertisement

আরও পড়ুন: জয় হিন্দ, জয় সুভাষ স্লোগান দিয়ে স্বাধীন দেশ তৈরি হচ্ছিল মথুরায়!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement