প্রশান্তচন্দ্র মহলানবিশ। ছবি: সংগৃহীত।
২৯ জুন প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিন। সেই দিনটিকেই দেশের জাতীয় স্ট্যাটিসটিক্স দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এ দিন মহলানবিশের ১৩২ বছরের জন্মদিনে তাঁর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের আর্থিক সংস্থানের সমস্যা নিয়ে কথা বলেন ডিন অব স্টাডিজ় বিশ্বব্রত প্রধান।
আইএসআই-এর অধিকর্তা সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ডেটা সায়েন্স চর্চায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মহলে গুরুত্বর কথা মেলে ধরেন। সেন্টার ফর এক্সেলেন্স ইন বেসিক সায়েন্সেজ়ের অধ্যাপক শ্রীকৃষ্ণ গোপালরাও রাষ্ট্র গড়ায় আইএসআই-এর ভূমিকার কথা বলেন। প্রাক্তন অধ্যাপক মনোরঞ্জন পালের স্মৃতিতে প্রশান্তচন্দ্রের নেতৃত্বে কাজ করার অভিজ্ঞতা উঠে আসে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে