Bankura

টিউশন থেকে ফেরার পথে নবম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! এক ঘণ্টার মধ্যেই যুবক গ্রেফতার বাঁকুড়ায়

বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘‘অভিযোগ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত অপরাধের কথা কবুল করে নিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ২০:২১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

টিউশন থেকে ফেরার পথে স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ উঠল বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায়। নির্যাতিতার পরিবারের তরফে কোতুলপুর থানায় শ্লীলতাহানী ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো মঙ্গলবার সন্ধ্যায় সাইকেলে চড়ে অন্য বান্ধবীদের সঙ্গে পাশের গ্রামে টিউশন পড়তে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রী। কালী প্রতিমা বিসর্জন থাকায় আগেই ছুটি দিয়ে দিয়েছিলেন শিক্ষক। ‘নির্যাতিতা’ ছাত্রীর পরিবারের দাবি, সন্ধ্যা ৭টা নাগাদ এক বান্ধবীর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন নাবালিকা। সেই সময় স্থানীয় এক যুবক তার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। অন্যান্য বান্ধবীরা বিষয়টি বুঝতে পেরে তাড়া করায় সেখান থেকে পালান অভিযুক্ত। এর পর সেখান থেকে গৃহশিক্ষকের বাড়ি ফিরে গোটা ঘটনা জানান নাবালিকা। গৃহশিক্ষকই তার বাড়িতে খবর দেন। পরে সকলে মিলে কোতুলপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

নির্যাতিতা ছাত্রীর বাবা বলেন, ‘‘আমার মেয়ের সঙ্গে যে এমনটা করেছে, আমি তার শাস্তি চাই। প্রশাসন সেই শাস্তি দিতে ব্যর্থ হলে আমরা আইন হাতে নিতেও কসুর করব না।’’ নির্যাতিতা ছাত্রীর মা বলেন, ‘‘পুলিশ দ্রুততার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের উপর আমাদের আস্থা আছে। অভিযুক্তের এমন শাস্তি চাই, যাতে আর কেউ এমন কাণ্ড ঘটানোর সাহস না পায়।’’

Advertisement

বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস বলেন, ‘‘অভিযোগ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত অপরাধের কথা কবুল করে নিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement