Lightning

রায়দিঘিতে বাজ পড়ে মৃত্যু কৃষকের! মাঠে ধান তুলতে গিয়ে অঘটন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে জয়ন্ত-সহ কয়েক জন কৃষক মাঠে ধান তোলার কাজ করছিলেন। হঠাৎই শুরু হয় ঝড়বৃষ্টি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৯:৩২
Share:

বাজ পড়ে মৃত্যু কৃষকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বাজ পড়ে বুধবার মৃত্যু হল এক কৃষকের। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থানার অন্তর্গত ২৩ নম্বর লাট এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠে ধান তুলতে গিয়েছিলেন জয়ন্ত মণ্ডল নামে ওই কৃষক। সেই সময় বাজ পড়ে মারা যান। এই ঘটনায় অন্য এক জন আহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের দিকে জয়ন্ত-সহ কয়েক জন কৃষক মাঠে ধান তোলার কাজ করছিলেন। হঠাৎই শুরু হয় ঝড়বৃষ্টি। সেই সঙ্গে শুরু হয় বজ্রপাত। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জয়ন্ত-সহ আরও কয়েক জন। স্থানীয়েরা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যান রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা জয়ন্তকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

জয়ন্তের মৃত্যুতে এলাকার মানুষজন উদ্বিগ্ন। তাঁরা জানান, বর্ষার মরসুমে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সতর্ক করা প্রয়োজন, যাতে ঝড়বৃষ্টির সময় তাঁরা মাঠে কাজ না করেন। রায়দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement