state news

ভাঙড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূলের পঞ্চায়েত কর্মাধ্যক্ষের

তৃণমূলের তরফে অভিযোগ, আসিকুরের উপরে হামলা চালিয়েছে মাওবাদীরা। এ দিন একটা বৈঠক সেরে বাড়ি ফেরার পথেই তাঁর উপরে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৩:১০
Share:

মৃত ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিকুর রহমান। —ফাইল চিত্র।

ফের অশান্তি ছড়াল ভাঙড়ে। রবিবার সকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিকুর রহমানের। এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস এবং জমি রক্ষা কমিটির মধ্যে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।

Advertisement

তৃণমূলের তরফে অভিযোগ, আসিকুরের উপরে হামলা চালিয়েছে মাওবাদীরা। এ দিন একটা বৈঠক সেরে বাড়ি ফেরার পথেই তাঁর উপরে অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অন্য দিকে, ভাঙড়ে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলনরত জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাবি, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। মৃত আনিসুর, আরাবুলের ঘনিষ্ঠ। এ দিন সকালে ভাঙড়ের নতুনহাটে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। আর তখনই আসিকুরের মাথায় গুলি লাগে। দাবি জমি কমিটির।

আরও পড়ুন: ‘জানি না, জল নামলে কোথায় মাথা গুঁজব!’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন