বিজেপি-র বিরুদ্ধে লড়াই, তবে কেন পরবর্তী রাষ্ট্রপতি পদে আডবাণীরাই পছন্দ?

টিভি চ্যানেলে প্রশ্নের জবাবে পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও আরও তিন পছন্দের নাম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লালকৃষ্ণ আডবাণী, সুমিত্রা মহাজন ও সুষমা স্বরাজ— তিন জনই বিজেপির নেতা-নেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ০৩:২০
Share:

নিশানায়: রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে বিরোধী তোপে মমতা।ফাইল চিত্র

টিভি চ্যানেলে প্রশ্নের জবাবে পরবর্তী রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায় ছাড়াও আরও তিন পছন্দের নাম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লালকৃষ্ণ আডবাণী, সুমিত্রা মহাজন ও সুষমা স্বরাজ— তিন জনই বিজেপির নেতা-নেত্রী। যিনি বিজেপি-র বিরুদ্ধে এত লড়াইয়ের কথা বলছেন, তিনিই আবার রাষ্ট্রপতি-পদে বিজেপি থেকে এমন প্রার্থীদের নিয়ে আপত্তি না থাকার কথা বলছেন! তা হলে নারদ-কাণ্ডে সিবিআই তদন্ত চলাকালীন এই পছন্দের নামের মধ্যেই কোনও সমঝোতার বার্তা আছে? এই প্রশ্ন তুলে সরব হয়েছে বিরোধীরা।

Advertisement

বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী আগের দিনই বলেছেন, ‘‘বিজেপি-র নেতা-নেত্রীদের উনি সমর্থন করবেন? নারদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে বলেছিলেন, দরজা খোলা আছে। কোন দরজা খোলা, এখন একটু একটু স্পষ্ট হচ্ছে!’’ একই সুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও। তিনি শনিবার বলেছেন, রাষ্ট্রপতি-পদে আগাম পছন্দ জানিয়ে নারদ-কাণ্ডে বোঝাপড়ার রাস্তা খুলে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন: মেয়েদের জীবন-রেখাকে কুর্নিশ

Advertisement

সংসদের এথিক্স কমিটির চেয়ারম্যান এখন প্রবীণ সাংসদ লালকৃষ্ণ আডবাণী। ওই কমিটির কাছেই নারদ-কাণ্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদদের বিষয়টি বিবেচনাধীন। কমিটির সুপারিশে অভিযুক্তদের সাংসদ-পদও খোয়াতে হতে পারে। বিরোধীদের মতে, এই পরিস্থিতিতে মমতার মুখে আডবাণীর নাম ভিন্ন ইঙ্গিত বয়ে এনেছে। সরাসরি বিজেপির প্রার্থী রাষ্ট্রপতি-পদে সর্বসম্মত পছন্দ হবেন না জেনেও মমতা কেন এমন বলতে গেলেন, সেই প্রশ্নও তুলছেন বিরোধী নেতারা। তৃণমূল সূত্রে অবশ্য বলা হচ্ছে, ব্যক্তি আডবাণী সম্পর্কে মমতার দুর্বলতা বহু দিনের। আডবাণীর নামের সঙ্গে কোনও উদ্দেশ্য-বিধেয় টেনে আনা ঠিক নয়।

নারদ-কাণ্ডে অভিযুক্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদদের অবিলম্বে বরখাস্ত করারই দাবি করেছেন অধীর। অভিযোগ থাকা সত্ত্বেও মন্ত্রী-সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মুখ্যমন্ত্রী তাঁদের আড়াল করার চেষ্টা করছেন বলে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ। তিনি এ দিন বলেন, ‘‘আডবাণীকে হাতে রাখতে এখন রাষ্ট্রপতি হিসেবে তাঁকে সমর্থন জানাচ্ছেন মমতা! দীর্ঘ দিন ধরে এথিক্স কমিটির কোনও বৈঠক ডাকছেন না আডবাণী। নিয়মমতো বৈঠক হলে তৃণমূলের অভিযুক্ত সাংসদদের সাংসদ-পদ থেকে ইস্তফা দিতে হতো। তাই মমতা বোঝাতে চাইছেন, উনি বিজেপির সঙ্গে আছেন। বিজেপি-ও যেন ওঁর সঙ্গে থাকে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন