প্রশ্ন এড়াতে শাসকের বেসুর ওড়াল বিরোধীরা

নতুন বিধানসভার প্রথম অধিবেশনে নতুন মন্ত্রীদের প্রশ্নের হাত থেকে আড়াল করার চেষ্টা করল সরকার পক্ষ। কান দিল না বিরোধীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জুন ২০১৬ ১০:০২
Share:

নতুন বিধানসভার প্রথম অধিবেশনে নতুন মন্ত্রীদের প্রশ্নের হাত থেকে আড়াল করার চেষ্টা করল সরকার পক্ষ। কান দিল না বিরোধীরা।

Advertisement

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর ভাষণ দিয়ে আজ, শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে বৃহস্পতিবার বিধানসভায় সর্বদল এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ছিল। রমজানের জন্য অধিবেশন বিকাল চারটের মধ্যে শেষ করা হবে। সময়াভাবে সকালের প্রশ্নোত্তর বা উল্লেখ-পর্ব রোজ না-ও হতে পারে। এই আলোচনার সূত্রে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বিরোধীদের বলেন, সরকারে অনেক মন্ত্রীই নতুন। তাঁদের কাছে এখনই প্রশ্নের উত্তর চাওয়ার মানে হয় না! বিধানসভা সূত্রের খবর, অরূপের বক্তব্য শুনে বিরোধীরা পাল্টা বলেন, অধিবেশন চালানোর পদ্ধতি থেকে সরে আসা যায় না। দফতরগুলি তো নতুন নয়! তাই কাজ নিয়ে প্রশ্নের জবাব দিতে তো হবেই।

বৈঠকের পরে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘প্রথম থেকেই সরকার বিরোধীদের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নিয়ে চলছে!’’ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘এই অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ। তবে সময় কম বলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পেশ করা হবে। সময় না থাকলে বাকি বিষয়গুলি গিলোটিনে পাঠানো হবে।’’ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের ভাষণের উপরে তিন দিন আলোচনা হবে। সেই বির্তকের উপরে ২৩ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাবি বক্তৃতা করার কথা। আর অর্থমন্ত্রী অমিত মিত্র পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ২৪ জুন।

Advertisement

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, অধিবেশন চলবে ৪ জুলাই অবধি। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার প্রস্তাব দেন, সকাল ১০টা থেকে অধিবেশন শুরু হতে পারে। কিন্তু রমজানের সময় মুসলিম সদস্যদের ১০টার মধ্যে আসার অসুবিধা হতে পারে। স্পিকার জানান, ২২ জুন কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সময়সীমা বাড়ানোর দাবি নিয়ে ফের আলোচনা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন