Partha Chatterjee

বিধানসভায় পৃথক ঘর পাবেন না পার্থ চট্টোপাধ্যায়, বসতে হবে সাধারণ বিধায়কদের মতো, জানালেন স্পিকার

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, পার্থ আর মন্ত্রী নন, ফলে বিধানসভায় তাঁর আলাদা কক্ষ বরাদ্দ হবে না। সাধারণ বিধায়কদের মতোই নির্দিষ্ট আসনে বসতে হবে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৭:১৮
Share:

(বাঁ দিকে) পার্থ চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

জেলমুক্তির পর পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা ভবনে প্রত্যাবর্তন নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এ বার সেই জল্পনার মাঝেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, পার্থ আর মন্ত্রী নন, ফলে বিধানসভায় তাঁর জন্য আলাদা কক্ষ বরাদ্দ হবে না। সাধারণ বিধায়কদের মতোই নির্দিষ্ট আসনে বসতে হবে তাঁকে।

Advertisement

বুধবার বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে স্পিকার বলেন, “পার্থবাবু তো আর মন্ত্রী নন যে আলাদা ঘর পাবেন। তিনি এখন কেবলমাত্র এক জন সাধারণ সদস্য। বিধায়ক হিসাবে সাধারণ সদস্যেরা যে সুযোগ-সুবিধা পান, তিনিও সেই সুবিধাই পাবেন।” প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছর ৩ মাস ১৯ দিন কারাবাসের পর সম্প্রতি মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন পার্থ। ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরই তিনি তৃণমূলের মহাসচিব পদ থেকে অপসারিত হন এবং ছয় বছরের জন্য দল থেকে সাসপেন্ড হন। পাশাপাশি শিল্পমন্ত্রীর পদ থেকেও তাঁকে সরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জেল থেকে মুক্তি পেতেই পার্থ দলনেত্রীকে চিঠি লিখে দলীয় সংবিধানের কোন ধারায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে, তা জানতে চান। এমনকি নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষদের উদ্দেশে একটি খোলা চিঠিও প্রকাশ করেন। কিন্তু এখনও পর্যন্ত বিধানসভা সচিবালয়কে আনুষ্ঠানিক ভাবে তাঁর জেলমুক্তির তথ্য জানানো হয়নি।

Advertisement

ফলে শীতকালীন অধিবেশনের আগে প্রশ্ন উঠছে, তিনি আদৌ অধিবেশনে যোগ দেবেন কি না। তবে যদি যোগ দেন, বিধানসভায় তাঁর প্রতি কর্তৃপক্ষের আচরণ কেমন হবে, সেই বিষয়ে বুধবার স্পিকারের মন্তব্যেই পরিষ্কার হয়ে গেল যে বাড়তি কোনও সুবিধা বা বিশেষ মর্যাদা পাবেন না পার্থ।

সব মিলিয়ে পার্থের বিধানসভা ভবনে প্রত্যাবর্তন শীতকালীন অধিবেশনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ যোগ করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement