মৃতদের বাড়ি যেতে ‘ভয়’ পাচ্ছেন অমিত: পার্থ

আগামী ২৮ জুন পুরুলিয়ায় সভা করার কথা শাহর। প্রথমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ওই দিন শাহ পুরুলিয়ার বলরামপুরে মৃত তিন কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং জগন্নাথ টুডুর বাড়ি যাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০৪:৩৭
Share:

পার্থ চট্টোপাধ্যায় এবং অমিত শাহ।

বঙ্গ সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কেন পুরুলিয়ায় মৃত দলীয় কর্মীদের বাড়ি যাচ্ছেন না, তা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘‘যেতে এত ভয় কীসের!’’

Advertisement

আগামী ২৮ জুন পুরুলিয়ায় সভা করার কথা শাহর। প্রথমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, ওই দিন শাহ পুরুলিয়ার বলরামপুরে মৃত তিন কর্মী ত্রিলোচন মাহাতো, দুলাল কুমার এবং জগন্নাথ টুডুর বাড়ি যাবেন। কিন্তু পরে দিলীপবাবুই বলেন, ‘‘এখন বর্ষাকাল। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে অমিত শাহকে ওই কর্মীদের বাড়িতে নিয়ে যাওয়া কঠিন। জেলা প্রশাসন আমাকে বলেছে, ওই রকম সরু কাঁচা রাস্তায় অমিতজির উপযুক্ত নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে কঠিন।’’ এই প্রেক্ষিতেই তাঁর দাবি, ২৮ জুন পুরুলিয়া জেলায় শাহর সভাস্থলে নিহত তিন কর্মীর পরিজনদের ডেকে নেওয়া হবে।

আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে নয়, শুনলেন রাহুলের দূত

Advertisement

এর পরেই সোমবার তৃণমূলের মহাসচিব বলেন, ‘‘ওই কর্মীদের মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। তদন্ত চলছে। ওরা তো অনেক নাটক করেছে। এখন তা হলে যাচ্ছে না কেন? আসলে কর্মীদের বাড়িতে গেলেই যে সত্য উদ্ঘাটিত হয়ে যাবে!’’ জেলা প্রশাসন শাহর নিরাপত্তা দিতে পারবে না বলে দিলীপবাবু যা বলেছেন, সে সম্পর্কে পার্থবাবুর বক্তব্য, ‘‘এ ব্যাপারে আমরা কিছু শুনিনি।’’

বলরামপুরে তিন বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে এ দিন দলের রাজ্য দফতর থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে দাবিপত্র দেয় দলের এসসি মোর্চা। একই বিষয়ে এ দিন পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ এবং হুগলিতে জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement