ভাড়াটেরাই কিনে নিন ফ্ল্যাট, চাইছে সরকার

যাঁরা ভাড়া দিয়ে আবাসন দফতরের ফ্ল্যাটে আছেন, তাঁরা তা কিনে নেওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বিধানসভায় এ কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৩:৪৯
Share:

যাঁরা ভাড়া দিয়ে আবাসন দফতরের ফ্ল্যাটে আছেন, তাঁরা তা কিনে নেওয়ার সুযোগ পাবেন। মঙ্গলবার আবাসনমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বিধানসভায় এ কথা জানান।

Advertisement

তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরার প্রশ্ন ছিল, আবাসন দফতর নতুন করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জন্য আবাসন তৈরি করছে কি? শোভনবাবু জানান, আপাতত নতুন প্রকল্প নেই। ওই দফতরের যে-সব ফ্ল্যাট ভাড়ায় দেওয়া আছে, তার রক্ষণাবেক্ষণে অনেক খরচ হচ্ছে। ব্যয়ভার কমাতে ওই সব ফ্ল্যাটের বাসিন্দাদের তা কিনে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। মন্ত্রীর বক্তব্য, ভাড়ার বিনিময়ে এমন অনেকে আবাসন দফতরের ফ্ল্যাটে রয়েছেন, যাঁদের বিকল্প থাকার জায়গা নেই। তাঁদের সরাতে চায় না সরকার। তাই ওই সব ফ্ল্যাট তাঁদেরকেই কেনার সুযোগ দিতে চায় আবাসন দফতর। তবে ফ্ল্যাটের দাম কী হবে, তা এখনও ঠিক হয়নি বলে জানান শোভনবাবু।

আরও পড়ুন: সাংবাদিক পেটানোয় শাস্তির আশ্বাস সিপি-র

Advertisement

আবাসন দফতরের খবর, সরকারি চাকুরেদের অনেকে অবসরের পরেও ফ্ল্যাটে রয়েছেন। এটা অবৈধ। তবে মানবিকতার কারণে তাঁদের সরানো হয়নি। মন্ত্রী জানান, ওই সব বাসিন্দাকে নোটিস দিয়ে হবে, ছ’মাসের মধ্যে তাঁরা ওই ফ্ল্যাট কিনে নিতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে না-কিনলে ফ্ল্যাট ছাড়তে হবে। সরকারি কর্মী না-হয়েও যাঁরা ফ্ল্যাটে আছেন, নোটিস পাঠানো হবে তাঁদেরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement