লন্ডনের পথে মমতা

রাজ্যে বিনিয়োগ টানতে রবিবার পাঁচ দিনের সফরে লন্ডন পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সপার্ষদ লন্ডন-যাত্রার আগে বিমানবন্দরেই সেরে নিলেন শেষ মুহূর্তের প্রস্তুতির খুঁটিনাটি। শনিবারই নবান্নে এসেছে নিম্নচাপ নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সতর্কবার্তা। সতর্কবার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য বানভাসি হওয়ার আশঙ্কাও রয়েছে। বিমানে ওঠার আগে সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৫ ১৩:৪৫
Share:

রাজ্যে বিনিয়োগ টানতে রবিবার পাঁচ দিনের সফরে লন্ডন পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সপার্ষদ লন্ডন-যাত্রার আগে বিমানবন্দরেই সেরে নিলেন শেষ মুহূর্তের প্রস্তুতির খুঁটিনাটি। শনিবারই নবান্নে এসেছে নিম্নচাপ নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সতর্কবার্তা। সতর্কবার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপের প্রভাবে এ রাজ্যে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজ্য বানভাসি হওয়ার আশঙ্কাও রয়েছে। বিমানে ওঠার আগে সে বিষয়ে প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Advertisement

গ্যালারির পাতায় ক্যামেরাবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement